ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা গণহত্যা সব বর্বরতাকে হার মানিয়েছে ॥ ইসলামী আন্দোলন

প্রকাশিত: ০৪:২৫, ৬ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা গণহত্যা সব বর্বরতাকে হার মানিয়েছে ॥  ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করতে না পারায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। মিয়ানমারের বর্বর নির্যাতনের প্রতিবাদ না করে চীন, আমেরিকা ও ভারত গণহত্যার নির্লজ্জ পক্ষাবলম্বন করছে। মিয়ানমারে ধারাবাহিকভাবে সেনাবাহিনী-পুলিশ ও বৌদ্ধ সন্ত্রাসীরা রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও পাশবিক নির্যাতন ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। নিজ দেশের জনগণের ওপর সে দেশের সরকারের বর্বর নির্যাতনের ইতিহাস পৃথিবীতে নেই। বৃহস্পতিবার সকালে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব একথা বলেন। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মুফতি নূরউন নাবী, কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমদ, চট্টগ্রাম দক্ষিণ সভাপতি শফকত হোসাইন চট্টগ্রামী ও সহসভাপতি মাওলানা এবিএম অলিউল্লাহ উপস্থিত ছিলেন ।
×