ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন সন্তানের জননীকে হত্যা

প্রকাশিত: ০৪:২০, ৬ অক্টোবর ২০১৭

তিন সন্তানের জননীকে হত্যা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সরাইল উপজেলার শাহবাজপুর থেকে জাহানার বেগম উরফে জানু বেগম (৩০) নামে তিন সন্তানের এক জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিহতের শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের ফুফাত ভাই ইয়াছিন মিয়ার অভিযোগ, বুধবার মধ্যরাতে উপজেলার শাহবাজপুরের নাথপাড়ায় জানু বেগম স্বামী ফরিদ মিয়াকে পাশের বাড়িতে অন্য নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এ নিয়ে জানু বেগমের সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। সাহায্যের আবেদন ঢাকার রামপুরায় অবস্থিত একরামুন্নেছা ডিগ্রী কলেজের মেধাবী ছাত্রী মমতাজ। বয়স ১৬। সে এবার এসএসসিতে এ-প্লাস পেয়েছে। আর্থিক অবস্থা সচ্ছল নয়। তার মা ২০১৫ সাল ও বাবা ২০১৭ সালে মারা যায়। আশ্রয় হয় মামার বাড়িতে। গত ৩ সেপ্টেম্বর মমতাজ হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। নিয়ে যাওয়া হয় বিএসএমএমইউতে। সিটি স্ক্যান করে দেখা যায় মাথায় রক্ত জমাট বেঁধেছে। ডাক্তার বলেছেন জরুরী অপারেশন করতে হবে। এতে ব্যয় হবে প্রায় আড়াই লাখ টাকা। এত টাকা সংগ্রহ করা মামার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের কাছে তার চিকিৎসায় এগিয়ে আসার আবেদন জানানো হচ্ছে। সাহায্য পাঠানোর ঠিকানাÑ আব্দুল আওয়াল খান (মামা), সঞ্চয়ী হিসাব নং ১৭৮.১০৫.২১৬৪২ (অনলাইন), ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, রামপুরা শাখা, ঢাকা-১২১৯। মোবাইল-০১৭০৪৭৩৭৮২১। বিজ্ঞপ্তি
×