ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে জ্বলন্ত মোমের ছ্যাঁকা

প্রকাশিত: ০৫:১৮, ৪ অক্টোবর ২০১৭

রূপগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে জ্বলন্ত মোমের ছ্যাঁকা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তানিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূকে জ্বলন্ত মোমের ছ্যাঁকা দিয়ে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার বাড়িয়াছনী এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ তানিয়া আক্তার উপজেলার ভুলতা ইউনিয়নের হোনাব নয়াবাড়ি এলাকার ফজলুল হক মিয়ার মেয়ে। গৃহবধূ তানিয়া আক্তার জানান, দুই বছর আগে উপজেলার বাড়িয়াছনী এলাকার সাইজুদ্দিনের ছেলে রোমানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় গৃহবধূ তানিয়া আক্তারের বাবা ফজলুল হক স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ প্রায় ১ লাখ টাকার মালামাল প্রদান করেন। বিয়ের পর থেকে স্বামী রোমান গৃহবধূ তানিয়া আক্তারকে বিভিন্ন বিষয়াদি নিয়ে জ্বালা যন্ত্রণা করত। বেশকিছুদিন ধরেই স্বামী রোমান, শাশুড়ি সুবেছা বেগম, বাবা সাইজুদ্দিন, ননদ রুমী আক্তার গৃহবধূ তানিয়া আক্তারকে তার বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ প্রয়োগ করে আসছিল। সোমবার রাতে স্বামী রোমান গৃহবধূ তানিয়া আক্তারকে তার বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। তানিয়া আক্তার তার বাবার বাড়ি থেকে রোমানকে কোন ধরনের যৌতুকের টাকা এনে দিতে পরবে না বলে সাফ জানিয়ে দেয়। যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে স্বামী রোমান গৃহবধূ তানিয়া আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। এক পর্যায়ে জ্বলন্ত মোম দিয়ে রোমান গৃহবধূ তানিয়া আক্তারের শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে নির্যাতন চালায়। তানিয়া আক্তারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে স্থানীয়রা তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।
×