ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ॥ বিজিএমইএ নেতা

প্রকাশিত: ০৬:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০১৭

অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ॥  বিজিএমইএ নেতা

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ২৯ সেপ্টেম্বর ॥ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাসির বলেছেন, সকল অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও দারিদ্রতা নিয়ে দেশে কাজ করছেন। শেখ হাসিনা রোহিঙ্গা শরণার্থীদের মানবতা দেখিয়ে বাংলাদেশে আশ্রয় দিয়ে বিশ্বের কাছে রেকর্ড সৃষ্টি করেছে। শুক্রবার বিকেলে পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণকালে বিজিএমইএ নেতা নাসির প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাশেদ মনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি চেমন আরা তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রশিদ, জেলা আ’লীগের সদস্য সেলিম নবী, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মাষ্টার, মামুনুর রশিদ তরফদার, জয়নাল আবেদীন, আশীষ তালুকদার, সবুজ বড়–য়া, সাবেক ছাত্রনেতা মাঈনুদ্দিন চৌধুরী, শওকত হাসান লিটন। আলোচনা সভা শেষে বিজিএমইএ নেতা মোহাম্মদ নাসির ব্যক্তিগত উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের উপজেলার ১৭ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডের অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করেন।
×