ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেরামতের এক মাসেই বেহাল কলাপাড়ার সড়ক

প্রকাশিত: ০৬:৩২, ৩০ সেপ্টেম্বর ২০১৭

মেরামতের এক মাসেই বেহাল কলাপাড়ার সড়ক

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৯ সেপ্টেম্বর ॥ কেবল মাস পার হয়েছে। এরই মধ্যে বহু স্পটে সীলকোট উঠে গেছে। আবার ঠিকমতো কম্প্যাক্ট না হওয়ায় গাড়ি চলাচলে কোথাও দেবে গেছে। দুই দিকে ঠিকঠাক মাটি দিয়ে রোলার না দিয়েই এজিং করা হয়েছে। ওই এজিংসহ মাটিতে রাস্তাটি দেবে গেছে। কুয়াকাটা পৌরসভার এ রাস্তার সদ্যসমাপ্ত উন্নয়ন কাজের অনিয়মের খুঁটিনাটি তথ্য এটি। স্থানীয়দের ভাষ্য নিম্নমানের খোয়া, বালু দেয়া হয়েছে। সিডিউল যথাযথ মানা হয়নি। জানা গেছে, কুয়াকাটা মহাসড়ক থেকে বঙ্গবন্ধু স্কুলগামী প্রায় ২৫০ মিটার দীর্ঘ এবং ১৮ ফুট ৬ ইঞ্চি প্রস্থ এ সড়কটির ইতোমধ্যে বিল উত্তোলন করে নিয়েছে বলে স্থানীয়দের দাবি। জানা গেছে, ঠিকাদার কাজটি পেয়েছেন। স্থানীয়দের ভাষ্য কাজটি করেছেন মেয়র আবদুল বারেক মোল্লার জামাই মোঃ নজরুল। ২৮ লাখ টাকা ব্যয় করে সদ্যনির্মিত এ সড়কটি এখনই খারাপ হয়ে গেছে। স্থানীয়রা জানান, এখনও বহু স্পটে সীলকোট উঠে গেছে। কুয়াকাটা পৌরসভার প্রকৌশলী মোঃ সাজেদুল আলম জানান, সম্প্রতি একজন ভিআইপি আসায় পরিবহনের সকল বাস ওই সড়কটিতে রাখায় রাস্তাটির ক্ষতি হয়েছে। তবে ঠিকাদারকে মেরামত করার জন্য বলা হয়েছে বলেও জানালেন এ প্রকৌশলী। পৌর মেয়র আবদুল বারেক মোল্লা জানান, রাস্তাটি ওই ঠিকাদার পুনরায় মেরামত করে দেবেন।
×