ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে শেখ হাসিনার জন্মদিন পালন

প্রকাশিত: ০৫:১৭, ২৯ সেপ্টেম্বর ২০১৭

বিএসএমএমইউতে শেখ হাসিনার জন্মদিন পালন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিলÑ বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, সকাল ৮টা থেকে আড়াইটার পরিবর্তে অধিকতর সময় বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান। বেলা সাড়ে ১১টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন, দুপুর ১২টায়া আলোচনা সভার আয়োজন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, এমপি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন বিএসএমএমইউতে উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। আরও উপস্থিত ছিলেনÑ বিএমএর সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শরফুদ্দিন আহমেদ উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এবিএম আবদুল হান্নান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এ বিএম আবদুল্লাহ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনালেল মোঃ আবদুল্লাহ আল হারুন প্রমুখ। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডাঃ কামাল হাসান খান বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যেতে হবে। -বিজ্ঞপ্তি।
×