ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়াতে চান স্টিভেন স্মিথ

প্রকাশিত: ০৪:২৫, ১৯ সেপ্টেম্বর ২০১৭

ঘুরে দাঁড়াতে চান স্টিভেন স্মিথ

স্পোর্টস রিপোর্টার ॥ চেন্নাইয়ে প্রথম ওয়ানডে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে সফরকারী অস্ট্রেলিয়া। সফরের শুরুতে অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছিলেন, ভারতীয় স্পিন নয়, ব্যাটসম্যান কোহলিকে নিয়েই বেশি ভাবছেন তারা। প্রথম ম্যাচে কোহলি ০ রানে আউট হওয়ার পরও ২৮১ রানের বড় স্কোর গড়া ভারত জিতেছে ২৬ রানে। বৃষ্টি আইনে ২১ ওভারে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৬৪। ৯ উইকেটে ১৩৭ রানে থামে স্মিথের দল। স্পিনার যুবেন্দ্র চাহাল ৩ ও কুলদীপ যাদব নেন দুটি করে উইকেট। কলকাতায় দ্বিতীয় ওয়ানডে বৃহস্পতিবার। ওই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চায় অতিথিরা। অসি অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে রিস্ট স্পিনার নিয়ে আমরা খুব একটা ভাবিনি। কলকাতা ম্যাচের আগে অনেকটা সময় আছে। এটা নিয়ে কাজ করতে চাই। তবে এখানে পিচ পেসারদের সাহায্য করবে বলেও মনে হয়।’ অথচ বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে টাইগার স্পিনারদের সামলানোর আত্মবিশ্বাস থেকে এই স্মিথই বলেছিলেন, ‘আমার মনে হয় ওয়ানডেতে আমরা সবাই স্পিন ভালই খেলি। টেস্টে যদিও এখনও অনেক কিছু শিখছি। মনে হয় না ওয়ানডের পিচ টেস্টের মতো অতটা স্পিনবান্ধব হবে। তবে আমাদের অপেক্ষা করতে হবে, পিচের সঙ্গে খাপ খাইয়ে নেয়া এবং ব্যাটসম্যান কোহলিকে সামলানোটাই বেশি গুরুত্বপূর্ণ।’ প্রথম তিন ওয়ানডেতে বিশ্রামে ভারতের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ম্যাচে না থাকলেও অক্ষর প্যাটেলের ইনজুরিতে ফিরেছেন আরেক তারকা স্পিনার রবিন্দ্র জাদেজা। এক ম্যাচেই শিক্ষাটা পেয়েছেন স্মিথ, ‘কুলদীপ যাদব ভাল খেলছে, যুবেন্দ্র চাহালাও। শ্রীলঙ্কা সফরে কুলদীপ যাদবও ভাল বল করেছে। অশ্বিন না থাকলেও ভারতের বেশ কিছু ভাল স্পিনার আছে। পুরো সিরিজেই তাদের দেখেশুনে না খেললে আরও খোসারত দিতে হবে।’ তবে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও সফরকারীদের আতঙ্ক যে ব্যাটসম্যান কোহলি সেটিই স্মরণ করিয়ে দিয়েছেন স্মিথ, ‘ঘুরে দাঁড়াতে হলে আমাদের অবশ্যই ব্যাটসম্যান কোহালিকে শান্ত রাখতে হবে। তা হলেই সিরিজে ভাল কিছু করার সম্ভাবনা থাকবে।’ তবে টেস্টের শীর্ষে স্মিথ, কোহলি ছয়ে। তিনি আরও বলেন, ‘কোহালির সঙ্গে পার্থক্য নিয়ে আমি বেশি মাথা ঘামাতে চাই না। ও অবশ্যই দুর্দান্ত খেলোয়াড়। ওয়ান ডে-তে অসাধারণ সব রেকর্ড আছে। আসল কথা হলো, ওকে আমাদের শান্ত রাখতে হবে।’
×