ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘রোনাল্ডো অন্য গ্রহের ফুটবলার’

প্রকাশিত: ০৫:৩৬, ৯ সেপ্টেম্বর ২০১৭

‘রোনাল্ডো অন্য গ্রহের ফুটবলার’

স্পোর্টস রিপোর্টার ॥ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আছেন ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ে। ক্লাব রিয়াল মাদ্রিদ ও জাতীয় দল পর্তুগালের হয়ে সমানতালে দ্যুতি ছড়িয়ে চলেছেন। তাইতো সবার মধ্যমণি বর্তমান ফিফা সেরা তারকা। রিয়াল কোচ জিনেদিন জিদানের কাছেও অমূল্য সম্পদ সি আর সেভেন। তাকে অন্য গ্রহের ফুটবলার হিসেবে অভিহিত করেছেন ফরাসী কিংবদন্তি। বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের কারণে সপ্তাহ দু’য়েক বন্ধ ছিল ক্লাব ফুটবল। শুক্রবার থেকে আবারও মাঠে গড়িয়েছে এ যজ্ঞ। আজ স্প্যানিশ লা লিগায় মাঠে নামছে তিন বড় দলই। এর আগে দলের অনুশীলনে শিষ্যদের প্রশংসা করেন রিয়াল বস। নিজেদের সর্বশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। আজ বিকেলে নিজেদের মাঠে লেভান্তের বিরুদ্ধে লড়বে রিয়াল। এ্যাওয়ে ম্যাচে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলবে এ্যাটলেটিকো মাদ্রিদ। আর ঘরের মাঠ ন্যুক্যাম্পে এস্পানিওলকে আতিথ্য দেবে বার্সিলোনা। ২০১৬-১৭ মৌসুম দুর্দান্ত কেটেছে রোনাল্ডোর। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করে দলকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সি আর সেভেনের পাশাপাশি অধিনায়ক সার্জিও রামোস ও করিম বেনজামারও উচ্ছ্বসিত প্রশংসা করেন রিয়াল কোচ জিদান। শুক্রবার অনুশীলন শেষে জিদান বলেন, রামোস নেতা, রোনাল্ডো অন্য গ্রহের আর বেনজামার আছে অনন্য মেধা। গত মৌসুমে রোনাল্ডোকে মাঝে মধ্যেই বিশ্রাম দেন জিদান। ২০০৯ সালে রিয়ালে যোগ দেয়ার পর থেকে গতবারই লীগে সবচেয়ে কম ২৯টি ম্যাচ খেলেন। বিশ্রামের গুরুত্বটা রোনাল্ডো ভালমতো বুঝতে পারায় খুশি জিদান। তিনি এ প্রসঙ্গে বলেন, তাকে বোঝানোটা সহজ ছিল। সে খুব বুদ্ধিমান এবং সে নিজেকে জানে। সে সেরা। আজ নিজেদের মাঠে লেভান্তের বিরুদ্ধে খেলবে রিয়াল। স্প্যানিশ ফুটবলে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না রোনাল্ডো। দলে দারুণ সব খেলোয়াড় থাকায় প্রতিটি ম্যাচেই অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে ওঠার পরিকল্পনা জিদানের। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার দলে অনেক অসাধারণ খেলোয়াড় আছে। আর তাই আমি চাই দল ভাল খেলুক। আমি সেরা স্টাইলের খোঁজে আছি। সেটা হলো প্রতিপক্ষের চেয়ে অধিকাংশ সময় বল দখলে রাখা, এমনকি বার্সিলোনার বিরুদ্ধেও। এদিকে বার্সিলোনার প্রাণভোমরা লিওনেল মেসিকে দলে নিতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা অনেকবার এ চেষ্টা করেছে। ক্লাবটির সভাপতি ফ্লোরেন্টিরো পেরেজ আরেকবার বিষয়টি স্বীকার করেছেন। পেরেজ নিজে বেশ কয়েকবার প্রস্তাব পাঠিয়েছেন মেসিকে। কিন্তু সেটা আর আলোর মুখ দেখেনি। তবে মেসি পেরেজের প্রথম যুগে (২০০০ সালে রিয়াল সভাপতি হয়েছেন) খেললে, অবশ্যই সর্বস্ব দিয়ে চেষ্টা করতেন। পেরেজ লুইস ফিগোকে ঠিক যেভাবে রিয়ালে এনেছিলেন সেভাবে। এমনকি মেসি বর্তমানে যে অবস্থায় আছেন সে অবস্থায় তাকে পেলেও দলে আনার চেষ্টা করতেন। ২৯ বছরের জিনেদিন জিদানকে কিনতে দলবদলের রেকর্ড ভেঙ্গেছিলেন পেরেজ। বিষয়টি স্মরণ করে তিনি বলেন প্রথমবার যদি মেসি থাকত, অবশ্যই ওর পেছনে ছুটতাম আমি। সে জিদানের মতো খেলোয়াড়। রিয়ালের সভাপতি হিসেবে প্রথম দফায় দলকে তারকার হাট বানাতে চেয়েছিলেন তিনি। ওই সময় ফিগো, জিদান ছাড়াও একে একে ডেভিড বেকহাম, বড় রোনাল্ডো ও মাইকেল ওয়েনের মতো সব খেলোয়াড় ছিল রিয়ালের ড্রেসিংরুমে। তবে বর্তমান পেরেজ এখন ভিন্ন। বড় বড় নামের চেয়ে ভবিষ্যতে তারকা হতে পারেন এমন খেলোয়াড়েই আগ্রহ বেশি এখন রিয়ালের। এ কারণেই মেসিকে আর দলে টানার আশা করেন না পেরেজ। সাক্ষাতকারে তিনি বলেন, আমার প্রথম মেয়াদে হলে হয়তো এমন হতো। কিন্তু সে (মেসি) এখন বার্সিলোনার খেলোয়াড়। ছোটবেলা থেকেই সেখানে আছে। এখন ব্যাপারটা খুব কঠিন। কঠিন বললেও অবশ্য অসম্ভব মনে করছেন না রিয়াল সভাপতি। কেননা বার্সিলোনার সঙ্গে এখনও নতুন চুক্তি করেননি মেসি। জানুয়ারির আগে নতুন চুক্তি না করলে তখন যে কোন ক্লাবের সঙ্গে কথা বলতে পারবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাহলে কী সুযোগটা নিতে চাচ্ছেন পেরেজ?
×