ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে ইরান বিরোধী অপপ্রচার নিষিদ্ধ

প্রকাশিত: ০৫:৪৩, ৬ সেপ্টেম্বর ২০১৭

সৌদি আরবে ইরান বিরোধী অপপ্রচার নিষিদ্ধ

সৌদি সরকার ইরানবিরোধী অপপ্রচার বন্ধ করতে সেদেশের পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশ দিয়েছে। রিয়াদের একটি নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে একটি দৈনিক এ খবর দিয়েছে। ওয়েবসাইট। হজ বিষয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতার পর দু’দেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানোর লক্ষ্যে সৌদি সরকার গণমাধ্যমকে ইরানবিরোধী প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশে দিয়েছে বলে দৈনিকটির প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইরানের সর্বোচ্চ নেতার হজ ও যিয়ারত বিষয়ক প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আলী কাজি আসগারি এক বিবৃতিতে জানান, হজের মতো ফরজ কাজ আঞ্জাম দেয়া যাতে বন্ধ হয়ে না যায় সে জন্য ইরান সরকার ব্যাপক চেষ্টা চালিয়েছে। তিনি বলেন, ইরানের হজ ও যিয়ারত সংস্থার প্রধান হামিদ মোহাম্মদি কিছুদিন আগে সৌদি কর্মকর্তাদের সঙ্গে যৌক্তিক ও গঠনমূলক আলোচনা করে বিষয়টির মীমাংসা করেছেন। সৌদি আরব গত বছর ভুয়া অভিযোগে ইরান ও সিরিয়াসহ আরও কয়েকটি মুসলিম দেশের বিরুদ্ধে হজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সৌদি আরব ইরানের হাজীদের ওপর এমন সময় নিষেধাজ্ঞা আরোপ করে যখন ২০১৫ সালে সৌদি অব্যবস্থাপনার কারণে মিনায় কয়েক হাজার হাজী নিহত হয়েছিল। নিহতদের মধ্যে ৪৬৪ জন ছিলেন ইরানি নাগরিক।
×