ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাদা ছোড়াছুড়ি বন্ধ করা উচিত ॥ হুদা

প্রকাশিত: ০৪:০৭, ২৯ আগস্ট ২০১৭

কাদা ছোড়াছুড়ি বন্ধ করা উচিত ॥ হুদা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় জোট- বিএনএ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ষোড়শ সংশোধনীকে কেন্দ্র করে চলমান বিতর্ক অবসানে এক বিবৃতিতে বলেন, যেভাবে ষোড়শ সংশোধনীকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে কাদা ছোড়াছুড়ি চলছে, এটা অবিলম্বে বন্ধ করা উচিত। তা না হলে জাতির জন্য তা অত্যন্ত দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। এই বিতর্ক সরকারের তিনটি প্রধান অঙ্গ তথা নির্বাহী, সংসদ ও বিচার বিভাগের মধ্যে এখতিয়ার নিয়ে যে বিতর্ক চলছে, সেটা দেশের আইনের শাসন ও গণতন্ত্রকে বিপন্ন করতে পারে, যা আমাদের কাছে কাক্সিক্ষত নয়। তিনি বলেন, চলমান এই সমস্যা সমাধান হতে পারে- যদি সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল এবং বিচারপতি অপসারণে সংসদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখা যায়। সে ক্ষেত্রে বিচারপতিদের অসদাচারণের তদন্ত সাংবিধানিকভাবেই সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিলের ওপর ন্যস্ত থাকবে।
×