ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরিজ জয় নিশ্চিত করল ভারত

প্রকাশিত: ০৭:৫২, ২৮ আগস্ট ২০১৭

সিরিজ জয় নিশ্চিত করল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যান্ডিতে রবিবার দিবারাত্রির তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে সফরকারী ভারত। এর ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা। দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল বিরাট কোহলির দল। সিরিজ হার ঠেকানোর লড়াইয়ে শ্রীলঙ্কা টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৮ রানেই দুই উইকেট হারায়। তৃতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমান্নে বিপর্যয় কাটান। চান্দিমাল ৩৬ (৭১ বল, ৪টি চার) সাজঘরে ফেরার পর লড়াইটা থিরিমান্নে একাই করেছেন। তিনি ১০৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৮০ রান করে আউট হন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১৭ রান তোলে লঙ্কানরা। ক্যারিয়ারসেরা বোলিং করে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ২৭ রানে নেন ৫ উইকেট। জবাব দিতে নেমে মাত্র ৬১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। কিন্তু ওপেনার রোহিত শর্মা ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় পাইয়ে দেন। ৪৫.১ ওভারে ৪ উইকেটে ২১৮ রান তুলে ৬ উইকেটের জয় পায় ভারত। রোহিত ক্যারিয়ারের ১২তম শতক হাঁকিয়ে অপরাজিত থাকেন ১৪৫ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১২৪ রানে। ধোনি খেলেন ৮৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬৭ রানের হার না মানা ইনিংস। লঙ্কান অফস্পিনার আকিলা ধনঞ্জয়া ২ উইকেট নেন। স্কোর ॥ শ্রীলঙ্কা ইনিংস- ২১৭/৯; ৫০ ওভার (থিরিমান্নে ৮০, চান্দিমাল ৩৬; বুমরাহ ৫/২৭)। ভারত ইনিংস- ২১৮/৪; ৪৫.১ ওভার রোহিত ১২৪*, ধোনি ৬৭*, ধনঞ্জয়া ২/৩৮)। ফল ॥ ভারত ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ জাসপ্রিত বুমরাহ (ভারত)। সিরিজ ॥ ৫ ম্যাচের সিরিজে ভারত ৩-০ ব্যবধানে এগিয়ে।
×