ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়

প্রকাশিত: ০৪:১৩, ২৭ আগস্ট ২০১৭

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়

স্টাফ রিপোর্টার ॥ সরকার বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুকে নিয়ে রাজধানীর শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আওয়ামী লীগ যে ধরনের কথা বলছে তাতে আমি মনে করি এসব কথা আইনের শাসনের বিরোধী ও আদালত অবমাননার শামিল। তারা প্রধান বিচারপতির বিরুদ্ধে বিষোদগার করছে। এর উদ্দেশ্য একটাই, বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা। যা এদেশের মানুষ কখনই মেনে নেবে না। বিএনপি মহাসচিব বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর সরকার প্রধান থেকে শুরু করে আওয়ামী লীগের অন্যান্য নেতারা প্রধান বিচারপতি ও বিচার বিভাগকে নিয়ে যেভাবে মনগড়া কথা বলছেন তাতে ক্ষমতাসীনদের আসল চেহারা দেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। আওয়ামী লীগ নিজেই জানে না তারা কী বলছে। তবে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছে। নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে বিএনপি আশাবাদী নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এই সংলাপে খুব একটা সুফল পাওয়া যাবে না। এটা রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ। তবে রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপের পরিবেশ সৃষ্টি করা নির্বাচন কমিশনের কাজ নয়। তাই বিএনপি মনে করে ইসির সংলাপে চলমান মূল সঙ্কট সমাধানে কোন কাজ করবে না। নির্বাচনকালীন সহায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের যে বিষয়টি সামনে এসেছে সে ব্যাপারে এই সংলাপ কোন সমাধান দেবে না। তাই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত লড়াই করবে। এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ। ‘প্রধান বিচারপতি পদত্যাগ করলে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে’ চাপের মুখে প্রধান বিচারপতি পদত্যাগ করলে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী নাগরিক দল’ নামক একটি সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মোশাররফ বলেন, সংবিধান প্রদত্ত ক্ষমতা বলেই আপীল বিভাগ ষোড়শ সংশোধনী বাতিল করেছে। ষোড়শ সংশোধনীর এ রায়ের পর্যবেক্ষণে জাতীয় সংসদকে ‘ডিসফাংশন’ উল্লেখ করা হয়েছে।
×