ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রক্রিয়াকরণ ছাড়া কাঁচা চামড়া সিলেটের বাইরে যাবে না

প্রকাশিত: ০৩:৫৯, ২৫ আগস্ট ২০১৭

প্রক্রিয়াকরণ ছাড়া কাঁচা চামড়া সিলেটের বাইরে যাবে না

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের চামড়া ব্যবসায়ী, হাটবাজারের গরু ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি ও ইমাম সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেছেন, পাচার প্রতিরোধে প্রক্রিয়াজাতকরণ ছাড়া সিলেট থেকে কাঁচা চামড়া দেশের অন্যত্র নেয়া যাবে না। কারণ প্রক্রিয়াজাতকরণ ছাড়া কোরবানির চামড়া অন্যত্র নেয়া হলে তা পাচারের সম্ভাবনা থাকে বেশি। সে কারণে লবণজাতকরণের পর ঢাকায় নেয়া যাবে। সিলেটের ব্যবসায়ীদের যত ধরনের সহযোগিতা প্রয়োজন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে। ঈদুল আযহায় চাঁদাবাজি, নৈরাজ্য কোন অবস্থাতে চলতে দেয়া যাবে না। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে মোবইল টিমসহ বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, দেশে বিভিন্ন স্থান থেকে পাইকারগণ ট্রাকে করে গরু আনার সময় চাঁদাবাজিসহ সকল ধরনের সমস্যা সমাধানে পুলিশ সবসময় তৎপর আছে। ঈদের সময় যানজট নিরসনসহ নগরীতে সব ধরনের সহযোগিতা প্রদান করবে পুলিশ। তিনি মঙ্গলবার দুপুর ১২টায় নাইওরপুলস্থ মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হল রুমে মতবিনিময় কালে সিলেটের চামড়া ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করে বলেন, সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে চামড়া পাচারের সম্ভাবনা খুবই কম থাকে। কারণ ভারতের সীমান্তে কোন ট্যানারি নেই বিধায় আখাউড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে চামড়া পাচার হয়ে থাকে। কাজেই সিলেট থেকে আখাউড়া হয়ে যাতে চামড়া পাচার না হয়, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী নজদারী বরাবরে মতো জোরদার করা প্রয়োজন। তারা আরও বলেন, সিলেটের চামড়া ব্যবসায়ীরা ঈদের দিন ঢাকাসহ দেশের কোন জায়গায় চামড়া পাঠান না এবং যারা এ ব্যবসায় জড়িত তাদের সকলের আইডি কার্ড রয়েছে। আইডি কার্ড ছাড়া বহিরাগত কেউ চামড়া ক্রয় করলে তাদের প্রতি পুলিশ প্রশাসনের নজরদারী থাকা প্রয়োজন। তাহলে চামড়া পাচার রোধ সম্ভব হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম রুকন উদ্দিন, ডিসি হেড কোয়ার্টার রেজাউল করিম, এডিসি (মিডিয়া) জেদান আল মুসা প্রমুখ।
×