ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মায়ের জন্য ভালবাসা

প্রকাশিত: ০৫:৫০, ২৪ আগস্ট ২০১৭

মায়ের জন্য ভালবাসা

মায়ের রক্তে ক্যান্সার। পরিবারের সবাই হতাশ। পুরো পরিবার প্রায় অচল। কিশোরী মেয়েটি সেখানে পরিবারের জন্য নিজেই নেমে পড়ল। পরিবারের জন্য কিছু করা সম্ভব কি-না, এই ভেবে মেয়েটি প্রতিদিন বাজারে যেত, রান্না-বান্নাও করত সে। বাজার করতেও সে ছিল কৌশলী। কেবল মুদি বাজার থেকেই সে বছরে ছয় হাজার দুই শ’ ডলার বাঁচিয়েছে। এর আগে বাজার করতে যে পরিমাণ খরচ হতো, সে সেখান এতগুলো ডলার খরচ কমিয়ে দিয়েছে। মেয়েটির নাম লরা মোডি। বয়স উনিশ। ব্রিটেনের ক্যামব্রিজে তার বসবাস। বয়স পনেরোতে পৌঁছানোর আগেই সে রান্নার কাজ শুরু করে। তার মা তখন নন-হজকিন লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত। রক্তের কণিকা মাত্রারিক্ত বেড়ে গেলেই এই রোগ মানুষের শরীরে আঘাত হানে। শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার অংশ রক্তের শ্বেত কণিকা থেকে মানুষের শরীরে এই রোগ বাসা বাঁধে। প্রথম সে বাসার রান্না দায়িত্ব নেয়, পরে সংসারের সওদার দায়িত্বও তুলে নিল নিজ হাতে। শুরুতে পরিবারের এক সপ্তাহের গোশত একবারে কিনে রাখত। বিশাল টিনের কৌটায় করে টমেটো কিনত ও একবারে বিশ কেজির করে চাল কেনা শুরু করে সে। এভাবে সে সপ্তাহে দুই শ’ ডলার খরচ কমিয়ে ফেলেছে। তার পরিবারের খাবারের লোকজন কখনও চার ও কখনও নয়জন। এদের সবার খাবারের দায়িত্ব এখন তার হাতে। মেইল অনলাইন।
×