ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল মোহামেডানকে হারিয়ে সাইফের চমক

প্রকাশিত: ০৮:৫৮, ২৩ আগস্ট ২০১৭

বিপিএল ফুটবল মোহামেডানকে হারিয়ে সাইফের চমক

স্পোর্টস রিপোর্টার ॥ কাদায়-বৃষ্টিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠটি যেন এক ‘ধানক্ষেত’! এমন ক্ষেতে ভাল ফুটবল খেলাটাই যেন দুঃসাধ্য। অথচ এমন মাঠেই কিনা হয়ে গেল পাঁচ-পাঁচটি গোল! আর এই পাঁচ গোলের রোমাঞ্চে ১২ বারের লীগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে দিল নবাগত দল সাইফ স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে মঙ্গলবার অনুষ্ঠিত রাতের এই খেলাটি ছিল যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উপভোগ্য। দু’দলই খেলে আক্রণাত্মক ফুটবল। দু’বার পিছিয়ে পড়েও সাইফ রোমাঞ্চকর জয় কুড়িয়ে নেয়। মোহামেডান টানা তিন ম্যাচ হারের পর ফরাশগঞ্জকে হারিয়ে জয়ের খাতা খুলেছিল। সাইফের কাছে হারে আবারও হারের বৃত্তে আটকা পড়ল নাইমউদ্দিনের শিষ্যরা। সাইফ প্রথম ম্যাচে আবাহনীর কাছে হারার পর এ নিয়ে টানা চার ম্যাচে জিতল। সাইফ শুধু মোহামেডানকেই হারায়নি, পয়েন্ট টেবিলেও পেছনে ফেলে দিয়েছে মোহামেডানের চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকেও। পঞ্চম ম্যাচে চতুর্থ জয়ে তাদের পয়েন্ট ১২। পয়েন্ট টেবিলে অবস্থান তৃতীয়। সমান ম্যাচে চতুর্থ হারে ৩ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে আগের দশম স্থানেই রয়ে গেল সাদা-কালোরা। ১২ মিনিটে তকলিস আহমেদের গোলে ম্যাচে লিড নেয় সাদা-কালোরা (১-০)। ২২ মিনিটে ম্যাচে সমতা আনে সাইফ। দারুণ হেডে লক্ষ্যভেদ করেন জুয়েল রানা (১-১)। ৩২ মিনিটে ডান প্রান্ত থেকে কৌনিক শটে গোল করে আবারও মোহামেডানকে এগিয়ে নেন ফয়সাল মাহমুদ (২-১)। ৩৮ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে সাইফকে সমতায় ফেরান দেইনার কর্দেবা (২-২)। অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিট) দর্শনীয় শটে গোল করে সাইফকে এগিয়ে দেন হেম্বার ভ্যালেন্সিয়া (৩-২)।
×