ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায়

প্রকাশিত: ০৫:০৩, ১৯ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায়

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ হয়ে গেল অপেক্ষা। অবশেষে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে এসেছে। এখন ঢাকায় অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেটাররা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট ২৭ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে। দ্বিতীয় টেস্ট ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। টেস্ট সিরিজে খেলতে নামার আগে বিসিবি একাদশের বিপক্ষে মঙ্গল ও বুধবার দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অসি ক্রিকেটাররা। শুক্রবার রাতে ঢাকায় পা রাখে অসি ক্রিকেটাররা। ৩২ সদস্যের দল আসে। এরমধ্যে ১৪ জন ক্রিকেটার রয়েছেন। বাকিরা কোচিং স্টাফের সদস্য। আজ দুপুর পর্যন্ত তারা টিম হোটেলেই থাকবে। দুপুর তিনটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হবেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ ও প্রধান কোচ ড্যারেন লেহম্যান। এরপর জিম সেশনেও অংশ নেয়ার কথা রয়েছে অসি ক্রিকেটারদের। কিন্তু কোন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন নেই আজ। রবিবার থেকে স্মিথবাহিনী পুরোদমে প্রস্তুত হওয়া শুরু করে দেবেন। যদিও ডারউইনেই সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশে এসেছেন স্মিথরা। বাংলাদেশের মাটিতে এবার প্রস্তুত হওয়া শুরু করবেন। শুরুতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াই তাদের প্রধান কাজ হবে। যে কন্ডিশন আবার বৃষ্টিস্নাত। বৃষ্টি প্রায় প্রতিদিনই আসছে। তাতে বাংলাদেশ ক্রিকেটারদের অনুশীলনেই ব্যাঘাত ঘটছে। বৃষ্টি প্রতিনিয়ত পড়তে থাকলে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের অনুশীলনেও ব্যাঘাত ঘটবে। রবিবার থেকে দুইদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠ ও ইনডোরে অনুশীলন করবে তারা। এরপর দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে। তবে বৃষ্টির জন্য শেষ পর্যন্ত ফতুল্লায় প্রস্তুতি ম্যাচটি না হয়ে অন্য কোন মাঠে হতে পারে। প্রস্তুতি ম্যাচ শেষে তিনদিন আবার মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করবে। এরপর ২৭ আগস্ট প্রথম টেস্ট খেলতে নামবে। প্রথম টেস্ট শেষে ১ সেপ্টেম্বর চট্টগ্রামে যাবে অস্ট্রেলিয়া দল। ২ ও ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম স্টেডিয়ামে অনুশীলন শেষে ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে। ৯ সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়বে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশের বিপক্ষে এরআগে চারটি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। চারটিতেই জিতেছে। কিন্তু ২০০৬ সালের এপ্রিলের পর বাংলাদেশের বিপক্ষে আর কোন টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশের মাটিতেও না, নিজেদের মাটিতেও খেলেনি। ১১ বছর পর আবার বাংলাদেশের মাটিতে খেলতে এসেছে অস্ট্রেলিয়া। ১১ বছর পর দুই দলের মধ্যে আবার টেস্ট ম্যাচ হবে। ১১ বছর আগের দলের কোন ক্রিকেটারই এখন আর দলে নেই। দুই দলের সবাই প্রথমবারের মতো পরস্পরের বিপক্ষে খেলবেন। এই সিরিজটি হতে পারত ২০১১ সালেই। কিন্তু তখন ওয়ানডে বিশ্বকাপ থাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল শুধু ওয়ানডে সিরিজ খেলেছে। পরে সুযোগ-সুবিধামতো কোন এক সময়ে টেস্ট সিরিজ খেলবে বলে জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই সময় হয়েছিল ২০১৫ সালের অক্টোবরে। কিন্তু তখনও সিরিজটি হয়নি। নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়া দল সিরিজ খেলতে আসেনি। এরপর বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপেও অস্ট্রেলিয়া দল পাঠায়নি। সব দল যুব বিশ্বকাপ খেলতে এসেছে। কিন্তু অস্ট্রেলিয়া আসেনি। এরপর ইংল্যান্ড গত বছর অক্টোবরে সিরিজ খেলেছে বাংলাদেশে। এরপরই অসিদের মাথায় ঢুকেছে বাংলাদেশ নিরাপদ। শেষ পর্যন্ত সিরিজটি হতে চলেছে। নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট এখন অস্ট্রেলিয়া। আর তাই সিরিজ খেলতেও এসেছে। এখন ঢাকাতেই আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
×