ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া দেশে ফিরলেই সহায়ক সরকার দাবিতে আন্দোলন ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:১৩, ১২ আগস্ট ২০১৭

খালেদা জিয়া দেশে ফিরলেই সহায়ক সরকার দাবিতে আন্দোলন ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশে ফিরলেই সহায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, বিএনপি নয়, জনগণকে ভুল বুঝিয়ে আওয়ামী লীগই পেছনের দরজা দিয়ে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সরকার ছিল আওয়ামী লীগ সরকারের আন্দোলনের ফসল। বিএনপি মহাসচিব বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশের পর আওয়ামী লীগ তেলে-বেগুনে জ্বলে উঠেছে। তারা আদালতের রায় নিয়ে এমন সব মন্তব্য করেছে যা শুধু অশালীনই নয়, আদালত অবমাননার শামিল। বৃহস্পতিবার একজন মন্ত্রী, যিনি নিজে হাইকোর্ট দ্বারা সাজাপ্রাপ্ত, তিনি আবার প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন। আমি বলতে চাই, আগে নিজের মুখের দিকে তাকান। নিজেদের চেহারা আয়নাতে দেখুন। আপনারা যে সমস্ত কথা বলছেন তার মাধ্যমে দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন। মির্জা ফখরুল বলেন, লন্ডনে খালেদা জিয়ার সফল অস্ত্রোপচার হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন সুস্থ আছেন। আমরা সারাদেশে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা কর্মসূচী নিয়েছি। তিনি বলেন, খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে ক্ষমতাসীন দল অপপ্রচার চালাচ্ছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক প্রমুখ।
×