ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৩৬ জন নিহত

প্রকাশিত: ০৮:০০, ১২ আগস্ট ২০১৭

মিসরে দুই ট্রেনের  সংঘর্ষে ৩৬ জন নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ মিসরের উপকূলীয় আলেক্সান্দ্রিয়া শহরে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত ও ১২০ জনেরও বেশি আহত হয়েছেন। কায়রো থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে পোর্ট সাঈদ থেকে আসা আরেকটির সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসি অনলাইনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিক খবরে ২০ জন নিহত এবং ৮৪ জন আহত হওয়ার খবর জানালেও পরে ৩৬ জনের নিহত হওয়ার তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত ভিডিওতে ঘটনাস্থলে মানুষের ভিড় এবং মাটিতে লাশ পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মিসরের যোগাযোগমন্ত্রী জরুরী ভিত্তিতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে ২০১৩ সালে একটি ট্রেনের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে বহু মানুষ নিহত হয়।
×