ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সের লুজন দ্বীপে ৬ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ০৬:২১, ১২ আগস্ট ২০১৭

ফিলিপিন্সের লুজন দ্বীপে ৬ মাত্রার ভূমিকম্প

ফিলিপিন্সের প্রধান লুজন দ্বীপের বতানগাস প্রদেশে শুক্রবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। ফিলিপিন্সের ভূ-কম্পন সংস্থা এ কথা জানায়। এদিকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থ জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। তারা আরো জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১৪.০০৬৪ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ১২০.৭০৯ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ১৬৮.১৫ কিলোমিটার গভীরে। শুক্রবার বেজিং সময় শুক্রবার দুপুর ১টা ২৮ মিনিটে দক্ষিণ চীন সাগরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) সিনহুয়াকে একথা জানায়।
×