ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিমসটেকের পরবর্তী মহাসচিব বাংলাদেশের কূটনীতিক শহীদুল

প্রকাশিত: ০৫:৪৯, ১২ আগস্ট ২০১৭

বিমসটেকের পরবর্তী মহাসচিব বাংলাদেশের কূটনীতিক শহীদুল

কূটনৈতিক রিপোর্টার ॥ বঙ্গোপসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের পরবর্তী মহাসচিব নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রার্থী ও ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। তিনি আগামী তিন বছরের জন্য বিমসটেকের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। শুক্রবার কাঠমান্ডুতে বিমসটেকের পররাষ্ট্র মন্ত্রিপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিমসটেকের পররাষ্ট্র মন্ত্রিপর্যায়ের ১৫তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এছাড়া বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দামচো দর্জি অংশ নেন। থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও মিয়ানমারের প্রতিনিধিরা যোগ দেন। তিন বছর পরে কাঠমান্ডুতে বিমসটেক পররাষ্ট্র মন্ত্রিপর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হলো। নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এই বৈঠকের উদ্বোধন করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, বিমসটেক একুশ শতকের একটি শক্তিশালী আঞ্চলিক সংস্থা হিসেবে গড়ে উঠতে পারে। এ জন্য সদস্য দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা বাড়াতে হবে। তিনি বিমসটেক দেশগুলোর মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি বাস্তবায়নের জন্য আলোচনার আহ্বান জানান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সদস্য দেশগুলোর মধ্যে তথ্যপ্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, সাংস্কৃতিক ও পর্যটন, সমুদ্র অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরালোর আহ্বান জানান।
×