ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সব মায়ের পক্ষে ফেরা সহজ নয় ॥ কিম ক্লিস্টার্স

প্রকাশিত: ০৬:৩৩, ১১ আগস্ট ২০১৭

সব মায়ের পক্ষে ফেরা সহজ নয় ॥ কিম ক্লিস্টার্স

স্পোর্টস রিপোর্টার ॥ সন্তান নেয়ার পরও যে সকল টেনিস তারকা সফল তাদের মধ্যে কিম ক্লিস্টার্সের নামটি অন্যতম। কেননা মা হওয়ার পরই যে তিন তিনটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন বেলজিয়ামের এই টেনিস তারকা। তাই মা হওয়ার পর টেনিস কোর্টে ফেরার যে অভিজ্ঞতা তা তারচেয়ে কেউ ভাল জানার কথা নয়। তাই তো মা হতে যাওয়া টেনিসের আরেক জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে সতর্ক করে দিলেন তিনি। কিম ক্লিস্টার্স জানান, টেনিস কোর্টে ফেরাটা সব মায়ের জন্য সহজ নয়। এ বিষয়ে সুদীর্ঘ ক্যারিয়ারে চারটি গ্র্যান্ডসøাম জয়ী এই টেনিস তারকা বলেন, ‘টেনিসে সব খেলোয়াড়ই আলাদা ধরনের, প্রেগনেন্সির বিষয়টাও ভিন্ন। প্রতিটি ডেলিভারির ধরনটাও ভিন্ন রকমের তাই এটা বলা খুবই কঠিন যে, মা হওয়ার পর আসলে সে (সেরেনা উইলিয়ামস) কিভাবে টেনিস কোর্টে ফিরবে?’ সন্তান জন্মের ১৮ মাস পর ইউএস ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন ক্লিস্টার্স। ২০০৯ সালে ইউএস ওপেন জয়ের পর ২০১০ সালে আবারও শিরোপা নিজের শোকেসে তুলে রাখেন তিনি। সর্বশেষ ২০১১ সালে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হন ক্লিস্টার্স। ২৯ বছর বয়সে অবসর নেয়ার আগে এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়। সন্তান হওয়ার আগে বেলজিয়ামের এই টেনিস তারকা জিতেছিলেন মাত্র একটি গ্র্যান্ডসøাম। আর সেরেনা উইলিয়ামসের কথা যদি ধরেন। আগামী বছরেই ৩৬ বছরে পা রাখবেন তিনি। বয়সের ভার তো তার কাঁধে স্বাভাবিকভাবেই থাকবে। তাছাড়া ইতোমধ্যেই ২৩টি গ্র্যান্ডসøাম জয়ের অবিস্মরণীয় রেকর্ডও তার দখলে। যে কারণেই ক্লিস্টার্স মনে করেন সেরেনার গ্র্যান্ডসøাম জয়ের সেই ক্ষুধাটা সন্তান জন্মের পর থাকবে কি না সেটাই এখন দেখার অপেক্ষা। এ বিষয়ে তিনি বলেন, ‘২৩টি গ্র্যান্ডসøাম জয়ের পর সন্তান জন্ম দিতে যাচ্ছে সে। আর আমি জিতেছিলাম মাত্র একটি। তাই আমি মনে করি তার গ্র্যান্ডসøাম জয়ের যে তৃঞ্চা সেটা ইতোমধ্যেই মিটে গেছে। তাছাড়া মা হওয়ার পর বিষয়গুলো একটু কঠিন হয়ে পড়ে। আমি তো কিছুটা সহযোগিতাও পেয়েছিলাম আমার স্বামীর কাছ থেকে। কেননা তিনি আমার সঙ্গেই ভ্রমণে যেতেন। সত্যি বলতে আমার পরিবার যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে এটা কখনই সম্ভব হতো না। তাই আমি বলব এটার অনেক কিছু পরিস্থিতির ওপরও নির্ভর করে। মা হওয়ার পর সে নিজেকে কিভাবে বিবেচনা করবে এটাও খুব গুরুত্বপূর্ণ। তবে আমি নিশ্চিত করেই বলতে পারি যে, তার সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’ তবে সেরেনা উইলিয়ামস তো জাত চ্যাম্পিয়ন। টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ গ্র্যান্ডসøাম জয়ী হওয়ার পথে অনেক ত্যাগ স্বীকার করেই যে এসেছেন তিনি।
×