ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা কাকন বিবি মৃত্যুশয্যায়, ওসমানীতে ভর্তি

প্রকাশিত: ০৪:৩৯, ২৪ জুলাই ২০১৭

মুক্তিযোদ্ধা কাকন বিবি মৃত্যুশয্যায়, ওসমানীতে ভর্তি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি বীরপ্রতীক এখন মৃত্যু শয্যায়। মহান মুক্তিযুদ্ধে মাঠ কাঁপানো এ যোদ্ধার শরীর এখন নিস্তেজ। ১৯ জুলাই ব্রেন স্ট্রোক করার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গত শুক্রবার কাকন বিবিকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলে স্বাভাবিক গতিতে। কাকন বিবির পরিচয় জানার পর রবিবার তাকে একটি কেবিনে স্থানান্তর করা হয়। কাকন বিবির শারীরিক এ অবস্থায় তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। ওসমানী হাসপাতালে কাকন বিবির সঙ্গে রয়েছেন তার কন্যা সখিনা। মা’র উন্নত চিকিৎসার জন্য সরকারের সাহায্য কামনা করেছেন তিনি। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঝিরাগাঁও গ্রামের কাকন বিবি ১৯৭০ সালে ৩ মাস বয়সের একমাত্র কন্যা সন্তান সখিনাকে রেখে মুক্তিযুদ্ধে জড়িয়ে যান। প্রথমে মুক্তিযুদ্ধের পক্ষে গুপ্তচরের কাজ করলেও পরবর্তী সময়ে সম্মুখযুদ্ধে অবতীর্ন হন। কাকন বিবি অন্তত ২০টি স্থানে নিজে যুদ্ধ করেছেন। পাক বাহিনীর হাতে আটক হয়ে নির্যাতনের শিকার হয়েছেন একাধিকবার। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করেন। দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষ কাকন বিবিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করে। তাকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা কাকন বিবির সুচিকিৎসায় সরকার এগিয়ে আসবে এটাই তার পরিবারের প্রত্যাশা। এদিকে সিলেট সিটি কর্পোরেশেনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ছাতক দোয়ারার সাংসদ মুহিবুর রহমান মানিক, সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলনসহ বিশিষ্টজনেরা রবিবার কাকন বিবিকে দেখতে হাসপাতালে যান।
×