ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দাবি পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের

টি২০ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল!

প্রকাশিত: ০৬:৩১, ৮ জুলাই ২০১৭

টি২০ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল!

স্পোর্টস রিপোর্টার ॥ ৮ বছর পেরিয়ে গেছে। এখন পর্যন্ত শুধু জিম্বাবুইয়েকে একবার ছাড়া আর কোন দলকে দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য আনতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ নিরাপত্তা সমস্যা ও রাজনৈতিক অস্থিরতা। তবে প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে গেছে পিসিবি। বিভিন্ন দলকে দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য। বিশেষ করে এই আহ্বান বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়ের প্রতি জোরালো ছিল কয়েকবার। বাংলাদেশও জাতীয় দল পাঠাতে সম্মত হয়েছিল একবার। কিন্তু সফরের বিরুদ্ধে করা রিটের বিপরীতে সর্বোচ্চ আদালতের রায়ে সেটা বাতিল হয়ে যায়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে পিসিবি। আগামী সেপ্টেম্বরে আইসিসিই বিশ্ব একাদশ পাঠাবে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে। পিসিবি অন্য বোর্ডগুলোর সঙ্গেও আলোচনা করে চেষ্টায় আছেন সফর নিশ্চিতের। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান শুক্রবার দাবি করলেন বাংলাদেশের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। সফরটা স্বল্প সময়ের জন্য টি২০ সিরিজ হতে পারে বলে দাবি করেছেন তিনি। ২০০৯ সালে পাকিস্তান সফরে থাকা শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর বন্দুকধারীদের হামলা হয় লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে টিম বাসে। ওই সময় বেশ কয়েকজন ক্রিকেটার গুলিবিদ্ধ হয়েছিলেন। সফরের মাঝপথেই দেশে ফিরে এসেছিল লঙ্কানরা। এরপর থেকে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। সবগুলো ক্রিকেট দল পাক সফর থেকে বিরত রাখে নিজেদের। অবশ্য ২০১২ সালে পূর্ব ঘোষণা অনুসারে বাংলাদেশ দল পাঠাতে সম্মত হয়েছিল বিসিবি। কিন্তু নানাবিধ সমালোচনার মুখে সেটা আর হয়নি। ২০১৩ সালে আবারও বিসিবিকে সেই সফরটির জন্য চাপাচাপি করে পিসিবি। এবার সম্মত হয় বিসিবি। কিন্তু পাকিস্তানে নিরাপত্তা শঙ্কা এবং রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে সফর বাতিলের জন্য রিট হয়। সেই রিটে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সফর স্থগিতের নির্দেশ দেয়। কিন্তু এখনও বিসিবির পিছু ছাড়েনি পাকরা। দেশের মাটিতে বাংলাদেশ দলকে খেলাতে এখনও সক্রিয়ভাবে চেষ্টা-তদবির ও আলোচনা চালিয়ে যাচ্ছে শাহরিয়ার খানেরা। আর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে দারুণ আশাবাদী পিসিবি। এ বিষয়ে শাহরিয়ার নিজেই বললেন, ‘এখন সবগুলো দলই আমাদের সঙ্গে খেলতে চায়। তাদের এখন পাকিস্তানে আসা উচিত। সেখানে পূর্ণ নিরাপত্তা আছে। আল্লাহর ইচ্ছায় দলগুলো আসতে শুরু করবে। আমরা এই মুহূর্তে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার চেষ্টা করছি বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। তারাই প্রথম দল পাঠাতে পারে সংক্ষিপ্ত সফরের জন্য। হতে পারে সেটা শুধু টি২০ সিরিজ।’ এবার সবাইকে চমকে দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয় করে আট নম্বর র‌্যাঙ্কিংধারী পাকিস্তান দল। ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর সেটাই ছিল পাকিস্তানের প্রথম কোন আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। এই দারুণ অর্জনের পর এবার পাকিস্তান দলের দিকে সবার দৃষ্টি ফিরেছে। এমনকি আইসিসিও আগামী সেপ্টেম্বরে ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলার জন্য বিশ্ব একাদশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ কারণেই এখন পূর্ণ টেস্ট খেলুড়ে দেশগুলোর পাকিস্তান সফর নিয়ে দারুণ আশাবাদী পিসিবি। এ বিষয়ে শাহরিয়ার বলেন, ‘আমাদের জয়ের পর সবাই আমাদের সঙ্গে খেলতে আগ্রহী। কিন্তু সেক্ষেত্রে আমরা তাদের আমাদের দেশে এসে খেলার আহ্বান জানাব।’ আর এক্ষেত্রে দ্রুতই সম্ভাব্য সফর করবে বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজÑ এমনটাই দাবি শাহরিয়ারের।
×