ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ বেলার কেনাকাটা কিছু বাদ পড়লো কি...

প্রকাশিত: ০৭:০৪, ২৩ জুন ২০১৭

শেষ বেলার কেনাকাটা কিছু বাদ পড়লো কি...

সমুদ্র হক ॥ চারদিকে ছুটোছুটি। দৌড়ঝাঁপ। ফুরসত নেই একদ-। প্রতিটি ঘরে ঈদের ক্ষণগণনা। পরিবারের সদস্যরা। শাওয়াল মাসের চাঁদ উঠবে কোনদিন! রোজা ২৯ হলে রবিবার চাঁদ উঠে সোমবার ঈদ। তা না হলে মঙ্গলবার বলাবলি হচ্ছে গত রমজান মাস ৩০ পূর্ণ হয়েছে। এবার হতেও পারে ২৯টি। সেই হিসেবে কেনাকাটায় হাতে সময় আছে তিন দিন। দিন গড়িয়ে যাচ্ছে ঘড়ি ঘণ্টা ধরে। তবু মনে হয় স্রোতের মতো। সকাল না হতেই সন্ধ্যা। স্বল্প রোজগেরে মানুষ ছুটছে হকার্স মার্কেটে। ভ্রাম্যমাণ দোকান বসেছে পথের ধারে। মনে হয় নগরীজুড়ে গুচ্ছ মার্কেট। যানজটও নগরীজুড়ে। হেঁটেও পথ চলা কঠিন। সরু প্যাসেজও নেই। পুরো রাস্তা যানবাহনের দখলে। ধাক্কা লাগে মানুষের সঙ্গে। এদিক-ওদিক থেকে রিক্সা গায়ের ওপর চড়ে বসে। টানা হর্ন ভেঁপু ক্রিং ক্রিং এরই মধ্যে হাঁকডাক, ক্যাঁক্যু ক্যাঁক্যু, শোরগোল চেঁচামেচি। ট্রাফিক কনেস্টেবলের ফুড়ুত ফুড়ুত বাঁশি। রিক্সাচালক কথা না শুনলে রিক্সার পেছনে ফাটাস ফাটাস করে লাঠির বাড়ি। শব্দ দূষণে টেকা দায়। কান ঝালাপালা। এ সময় সেল ফোনে কথা শোনা যায় না বলাও যায় না। ভিড় নেই এমন কোন দোকান খুঁজে পাওয়া যায় না। সবই ভিড়ে ঠাসা। ‘একটু সরে দাঁড়ান একটু পথ ছাড়ুন..’ কে শোনে কার কথা। সকলেরই তাড়া। পথ বলে দেয় জনসংখ্যার বিস্ফোরণ কাকে বলে কত প্রকার। প্রায় প্রতিটি বাড়িতে অতিথিবরণের পালা শুরু হয়েছে। স্বজনরা আসছে ঢাকাসহ অন্য শহর হতে। চাকরির সুবাদে তারা বাইরে থাকেন। আলো ঝলমলে মুখে ঘরে প্রবেশ। আপনজন স্বজনও ঈদের অতিথি। এবার ঈদের ছুটি বেশি নেই। ছয়দিন ছুটির কথা শুনে হাসি ফুটেছিল। এখন বেজার মুখ। তবু ঈদে একত্রিত হওয়া। পারিবারিক বন্ধনে মিলন মেলা। তাই বা কম কিসে। ফিরতে হবে দ্রুত। ফিরতি টিকেট মেলা কঠিন। কালোবাজরিতে মিলছে। দাম বেশি। ঈদের কেনাকাটায় নতুন জামা কাপড় থ্রি-পিছ শাড়ি পাঞ্জাবি জুতা স্যান্ডেল উদ্বোধনের অপেক্ষায়। ঈদের আগে সব বাক্স বন্দী। শিশু মন। আগেই দেখলে পুরানো হয়ে যাবে। কেউ কাউকে দেখাচ্ছে না। যদি পছন্দ হয়ে একই রকম কিনে ফেলে। ছেলেবেলার এ ভাবনাগুলো আজও মিলে যায়নি শিশু-কিশোরদের মনে। তরুণরাও বাদ যায় না। কে কি কিনেছে সবই দেখা যাবে ঈদের দিন। কোন পরিবারে একাধিক সেট পোশাক। তবু মন ভরে না। স্বল্প আয়ের মানুষের ঘর আর আগের মতো নেই। তাদেরও উন্নতি হয়েছে। ঈদের আনন্দে তারাও সাধ্যমতো ভাল কিছু কেনাকাটা করে। এখন সাধ্যের মতো অনেক পণ্য পাওয়া যায়। একটা সময় বগুড়ার যে চিকন সেমাই ছিল গরিবের খাবার। এখন তা উচ্চবিত্তের ঘরের প্রধান সেমাই। লাচ্ছা সেমাইও চিকন সেমাইয়ের কাছে হার মেনেছে। শেষ বেলাকার কেনাকাটায় বাসে লিখা ‘জনাব কিছু ফেলে গেলেন কি’ এর মতো ‘কিছু বাদ পড়লো কি’ এর মতো অবস্থা। শরীরের সবই তো ঢেকেছে। বাকি রয়েছে চরণযুগল। এ চরণ ঢাকতে জুতা স্যান্ডেলের দিকে দৃষ্টি এখন। তার কেনাকাটাও প্রায় শেষ। নতুন মডেল এসেছে কি না তার খোঁজ। এবারও বোধ হয় পাঞ্জাবির কেনাকাটা আগাম সারা হয়েছে। এর কারণ ‘বাহুবলী’ ক্রেজ। এ ক্রেজে ঈদের বেশকিছুটা আগেই ছেলেদের পাঞ্জাবির কেনাকাটা শেষ। বিউটি পার্লারগুলো জমে উঠেছে। বড় বিউটিশিয়ানদের ঘরে আর এ্যাপয়েন্টমেন্ট নেই। মেহেদী উৎসব শুরু হয়েছে। সেখানেও ভীড়। তবে মেহেদীর টিউবে অনেক তরুণী একে অন্যের হাত বাহুতে নক্সা করে দেয়। ঈদের ঢেউয়ে সুর ‘সব কথা বলা হলো বাকি রয়ে গেল শুধু বলিতে....’। কি সেই কথাÑ তাও খোঁজা হচ্ছে ঈদ শুভেচ্ছার ডালিতে...।
×