ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্ত:নগর ট্রেনের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাইকেল র‌্যালি

প্রকাশিত: ০১:২৮, ২১ জুন ২০১৭

আন্ত:নগর ট্রেনের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাইকেল র‌্যালি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঢাকা থেকে ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় পর্যন্ত আন্ত:নগর ট্রেনের দাবিতে বুধবার ঠাকুরগাঁওয়ে সাইকেল র‌্যালি করেছে নাগরিক অধিকার আন্দেলন কমিটি। দুপুরে ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে দুইশতাধিক সাইকেল নিয়ে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও রোড রেল স্টেশর এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহবায়ক আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, সদস্য সচিব মাহামুদ হাসান প্রিন্স, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সানোয়ার পারভেজ প্রমুখ। বক্তারা ঢাকা থেকে ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় পর্যন্ত আন্ত:নগর ট্রেন অবিলম্বে চালুর দাবি জানান। নতুবা পঞ্চগড়-ঠাকুরগাঁওয়ে বৃহত্তর আন্দোলনের হুমকীও দেন নেতারা। এ কর্মসূচিতে ছাত্র-শিক্ষক, সাংস্কৃতিককর্মীসহ নানান পেশার লোকজন অংশ নেন। পরে তারা স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাসায় গিয়ে অবস্থান নেন এবং আন্তঃনগর ট্রেনের জোড়ালো দাবি জানান। প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে সরাসরি আন্তঃনগর ট্রেনের দাবি জানিয়ে আসছে ঠাকুরগাঁও-পঞ্চগড়ের মানুষ। কিন্তু সরাসরি আন্তঃনগর ট্রেন চালু না করে গত শনিবার পঞ্চগড় থেকে শাটল ট্রেনের মাধ্যমে আন্তঃনগর ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার মানুষ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।
×