ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লন্ডনগামী বিমানের জার্মানিতে জরুরী অবতরণ নাশকতার শঙ্কা ॥ আটক তিন

প্রকাশিত: ০৬:৫১, ১২ জুন ২০১৭

লন্ডনগামী বিমানের জার্মানিতে জরুরী অবতরণ নাশকতার শঙ্কা ॥ আটক তিন

স্লোভেনিয়ার রাজধানী লুবজানা থেকে লন্ডনগামী একটি বিমানের গতিপথ পাল্টে জার্মানির কোলন শহরে অবতরণে বাধ্য করায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। জার্মানির পুলিশ এ তথ্য জানিয়েছে। ওই তিন ব্যক্তি সন্ত্রাসী কর্মকা- নিয়ে কথাবার্তা বলছেন যাত্রীরা এমন অভিযোগ করলে শনিকার বিমানটি কোলনে জরুরী অবতরণ করানো হয়। তবে এখনও ওই তিন সন্দেহভাজনের পরিচয় জানা যায়নি। এয়ারবাস ২১৯ বিমানটি থেকে যাত্রীদের বের করে তল্লাশি চালানো হয়েছে। যাত্রীদের সন্ত্রাসী বিষয়-আশয় নিয়ে কথোপকথনের ওপরও প্রশ্ন করা হয়েছে। বিমানবন্দরে পুলিশি তদন্ত চালাতে ছয়টি বিমানকে অন্যত্র অবতরণ করানো হয়েছে। -গার্ডিয়ান অনলাইন আবর্জনা দিয়ে বাড়ি তৈরি এবার আবর্জনা দিয়ে রীতিমতো একটি বাড়ি বানিয়ে ফেললেন এক স্কটিশ। বাড়িটি বানাতে তিনি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডসের কাছ থেকে ১৫ হাজার পাউন্ড দিয়ে আবর্জনা কেনেন। প্রথমে সবাই ওই ব্যক্তিকে পাগল বলতে শুরু করে। কিন্তু তিনি তার চেষ্টা থেকে পিছু হটেননি। এখন দিব্যি আবর্জনা দিয়ে তৈরি বাড়িতে সুখের সময় কাটাচ্ছেন তিনি। -দ্য সান শপিংমল এখন কারাগার ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে বিশাল বিলাসবহুল একটি শপিংমল এখন ব্যবহৃত হচ্ছে কারাগার হিসেবে। কারাগারে পরিণত হওয়া শপিংমলটিতে এখন রাজনৈতিক বন্দীদের জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়। একটি বেসরকারী প্রতিষ্ঠানের এক পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৪-২০১৬ সালে এখানে প্রায় ১৪৫টির মতো অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। স্থাপত্যগত সৌন্দর্যের কারণে চিলির নোবেল জয়ী সাহিত্যিক পাবল নেরুদা একসময় এটির দারুণ প্রশংসা করেন। -ওয়েবসাইট
×