ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চৌগাছায় ছাত্রীর শ্লীলতাহানির বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৪১, ২ জুন ২০১৭

চৌগাছায় ছাত্রীর শ্লীলতাহানির বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছার কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত (সাময়িক বহিষ্কৃৃত) বিজ্ঞান বিভাগের (পদার্থ বিজ্ঞান) শিক্ষক ইসমাঈল হোসেনের বিচার দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চৌগাছা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে চৌগাছার সচেতন নাগরিক সমাজ। মানববন্ধন শেষে চৌগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নির্যাতিত ছাত্রীর পিতা মিজানুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, মার্চ মাসের ২৮ তারিখে অভিযুক্ত ওই শিক্ষক আমার মেয়েকে স্কুল ছুটির পর জোরপূর্বক শ্লীলতাহানি করে। এ ঘটনায় আমরা ২৯ মার্চ চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। মামলাটির আইও এসআই জামাল হোসেন। তিনি ওই রাতেই আসামি ধরার কথা বললেও আসামিকে ধরেননি। বাল্যবিয়ে রোধে প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ জুন ॥ বৃহস্পতিবার বেলা ১১টায় সাপাহারে বাল্যবিয়ে রোধ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফাহাদ পারভেজ বসুনীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বাল্যবিয়ে রোধে বিভিন্ন করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী। ভাইস চেয়ারম্যান আবদুল ওয়াহেদ মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
×