ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতার মামলা

গণজাগরণ মঞ্চের ইমরান সরকারকে হাজিরের নির্দেশ

প্রকাশিত: ০৮:০৯, ১ জুন ২০১৭

গণজাগরণ মঞ্চের ইমরান সরকারকে হাজিরের নির্দেশ

কোর্ট রিপোর্টার ॥ মানহানির মামলায় আগামী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ১৬ জুলাই হাজিরের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম এসএম মাসুদ জামান এ আদেশ দেন। এর আগে এই আদালতে সুপ্রীমকোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘আপত্তিকর’ সেøাগান দেয়ার অভিযোগে মামলা করেছেন ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী। মামলায় সনাতন উল্লাস নামে আরেকজনকে আসামি করা হয়েছে। ইমরানসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার, গাজীপুর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে কটূক্তি করায় গণজাগরণ মঞ্চের একাংশের আহবায়ক ডাঃ ইমরান এইচ সরকারসহ তিন জনের বিরুদ্ধে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলা দায়ের করা হয়েছে। গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু বাদী হয়ে বুধবার সকালে এ মামলা দায়ের করেন। রংপুরে ইমরানের কুশপুতুল দাহ রংপুর থেকে নিজস্ব সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে মঙ্গলবার রাত এগারোটার দিকে ইমরান সরকারের কুশপুতুল দাহ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল শেষে পার্ক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের পর ইমরান এইচ সরকারের কুশপুতুল দাহ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় ইমরান সরকারের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
×