ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টট্টিকে শুভকামনা মেসির

প্রকাশিত: ০৬:৪৪, ১ জুন ২০১৭

টট্টিকে শুভকামনা মেসির

স্পোর্টস রিপোর্টার ॥ এএস রোমার সঙ্গে আত্মার সম্পর্ক ছিল ফ্রান্সেসকো টট্টির। প্রাণের ক্লাবের সঙ্গে ২৫ বছরের বন্ধন সম্প্রতি ছিন্ন করেছেন টট্টি। চোখের জল, ভালবাসায় বিদায় বলেছেন প্রিয় ক্লাবকে। এখন নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করছেন। এই সময়ে টট্টিকে প্রশংসায় ভাসিয়েছেন বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ২৫ মৌসুম সিনিয়র দলে খেলা টট্টি যেন রোমার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিলেন। বিদায়ের ক্ষণে নিজে যেমন চোখের জল ফেলেছেন তেমনি কাঁদিয়ে দিয়ে গেছেন হাজারো সমর্থককে। তবে এই বিদায়েও স্বস্তি নিতেই পারেন টট্টি, দ্বিতীয় স্থানে থেকে সিরি এ লীগ শেষ করায় চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে খেলা নিশ্চিত হয়েছে রোমার। দীর্ঘ ক্যারিয়ারে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রোমার হয়ে ৭৮৬ ম্যাচে করেছেন ৩০৭টি গোল। বিদায়বেলায় টট্টিকে ভালবাসা জানিয়েছেন অনেকে। এর মধ্যে অন্যতম সার্জিও রামোস, অ্যান্টোনিও কন্টে, ড্যানিয়েল ডি রোসি। সবাই এই স্ট্রাইকারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন মেসি। নিজের ফেসবুক এ্যাকাউন্টে এক পোস্টে আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, ‘তুমি অসাধারণ, তোমার পরবর্তী জীবনের জন্য শুভকামনা থাকল।’ ১৯৯৩ সালে ব্রেশশার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচ রোমার হয়ে অভিষেক হয় টট্টির। সে সময় তার বয়স ছিল ১৬ বছর। গত ২৫ মৌসুমে রোমায় ১৬ কোচের অধীনে খেলেছেন তিনি। রোমে জন্ম নেয়া টট্টির সিরি এ লীগে গোল ২৫০, যা লীগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯২৯ থেকে ১৯৫৪ পর্যন্ত সিরি এ লীগে খেলা সিলভিও পিওলা এ তালিকায় শীর্ষে। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জেতা পথে সব ম্যাচই (৭টি) খেলেছেন টট্টি। তবে রোমার হয়ে তার অর্জন খুব বেশি আহামরি নয়। ২০০১ সালে একবার সিরি এ শিরোপা জেতা এবং দুইবার কোপা ইতালিয়া জিতেছেন। অনেকেই মনে করেন রোমা ছেড়ে অন্য কোন ক্লাবে যোগ দিলে টট্টির ক্লাব ক্যারিয়ার সাফল্যে মোড়ানো হতো। এ বছরের শুরুর দিকে টট্টি নিজেও জানিয়েছিলেন, ব্রাজিলিয়ান রোনাল্ডোর সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলার সুযোগ ছিল তার। কিন্তু যাননি। আশা করা হয়েছিল, ফুটবলকে বিদায় জানানোর পর টট্টি রোমার পরিচালক হবেন। মৌসুমের শুরুতে রোমার ফুটবল ডিরেক্টর সে ইঙ্গিতই দিয়েছিলেন। কিন্তু এক বিবৃতিতে টট্টি নিজেই জানান, অন্য কোন ক্লাবে খেলতে পারেন তিনি। টট্টি ইতালি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ২০০৬ সালে। এখনও চালিয়ে যাচ্ছেন ক্লাব ফুটবল। বয়সটা ৪০ বলেই মাঝে মধ্যে ওঠে অবসর প্রসঙ্গ। রোমা অধ্যায় শেষ করার পরও কথাটা উঠেছে। তবে টট্টি জানিয়ে দিয়েছেন, এখনই থামছেন না। নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি তিনি।
×