ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাইকো মামলার কার্যক্রম ৩ মাস স্থগিত

প্রকাশিত: ২২:৪২, ৩১ মে ২০১৭

নাইকো মামলার কার্যক্রম ৩ মাস স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। ব্যারিস্টার মওদুদ আহমদের আবেদনের প্রেক্ষিতে আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপীল বিভাগ বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ব্যারিস্টার মওদুদ আহমদ শুনানি করেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে শুনানি করেন এডভোকেট খুরশিদ আলম খান। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, আপীল বিভাগের এই আদেশের ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ব্যারিস্টার মওদুদ আহমদসহ আসামিদের বিরুদ্ধে নিম্ন আদালতে চলা নাইকো মামলা তিন মাস স্থগিত থাকবে। তবে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, শুধু মওদুদ আহমদের ক্ষেত্রে নাইকো দুর্নীতি মামলা তিন মাস স্থগিত থাকবে। এর আগে গত ১২ এপ্রিল ব্যারিস্টার মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে জারি করা রুল খারিজ করে দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপীল বিভাগে আবেদন করেন মওদুদ আহমদ। এর আগে মওদুদ আহমদ হাইকোর্টে রিভিশন আবেদনে উল্লেখ করেন, নাইকোর সঙ্গে চুক্তির বিষয়টি নাইকো, বাপেক্স ও পেট্রো বাংলার মধ্যে ওয়াশিংটনের সালিশি আদালতে দুর্নীতির বিষয়টি বিচারাধীন রয়েছে। সালিশি আদালত গত বছরে ১৯ জুলাই এক আদেশ দেন। যে আদেশে ওই আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের আদালতে এ মামলার কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়।
×