ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কূটনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার পার্টি

প্রকাশিত: ০৮:১৬, ৩০ মে ২০১৭

কূটনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার পার্টি

স্টাফ রিপোর্টার ॥ রমজানের দ্বিতীয় দিনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আয়োজিত ইফতারে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশনপ্রধানদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয় বিএনপি নেত্রীর পক্ষ থেকে। ইফতারের ঠিক ২৫ মিনিট আগে অনুষ্ঠানস্থলে এসে হাজির হন তিনি। এ সময় দলের শীর্ষ নেতাদের নিয়ে আমন্ত্রিত বিদেশী মেহমানদের টেবিলে টেবিলে গিয়ে কুশল বিনিময় করেন। কূটনীতিকদের সম্মানে খালেদার আয়োজিত এ ইফতার পার্টিতে কোন মঞ্চ বা ব্যানার ছিল না। নিজের জন্য নির্ধারিত টেবিলে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, তুরস্ক, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ভ্যাটিকান সিটির প্রতিনিধি, আর্চবিশপ ও মিশনপ্রধানদের নিয়ে ইফতার করেন খালেদা জিয়া। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর নাছির, এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ্যাডভোকেট জয়নাল আবেদিন, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সুকোমল বড়ুয়া, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ ইফতারে অংশ নেন।
×