ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সম্পর্ক উন্নয়নে রাশিয়া সফরে যাচ্ছেন মোদি

প্রকাশিত: ০৬:৫০, ৩০ মে ২০১৭

সম্পর্ক উন্নয়নে রাশিয়া সফরে যাচ্ছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার সঙ্গে নিষ্ক্রিয় হয়ে পড়া সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাবেন। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে মোদির সাক্ষাতের কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক উন্নয়নে মস্কোর আগ্রহ নিয়ে ভারতের সংশয় ও সন্দেহের প্রেক্ষাপটেই এ চেষ্টা চালাবেন মোদি। খবর এএফপির। সেন্ট পিটার্সবার্গে শীর্ষ সম্মেলনের প্রাক্কালে বৃহস্পতিবার এ দুই নেতা বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের পরিবর্তনশীল বৈশ্বিক সম্পর্ক নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনের চেষ্টা চালাবেন। দুই দেশের মধ্যে এক সময় জোরদার অর্থনৈতিক সম্পর্ক থাকলেও বর্তমানে তা আর নেই। স্থায়ুযুদ্ধ চলাকালে এ দুই দেশের মধ্যে ভাল সম্পর্ক বজায় থাকায় সোভিয়েত ইউনিয়ন ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, কূটনৈতিক মিত্র এবং প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ছিল। ট্যাঙ্ক থেকে শুরু করে বিমান সবকিছুই সোভিয়েত ইউনিয়ন থেকে সরবরাহ করা হতো। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই এ দুই দেশের মধ্যে সম্পর্কে ভাটা পড়তে থাকে। এ প্রেক্ষাপটে ভারত বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্কের ধারা পরিবর্তন করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ক্রমেই আগ্রহী হয়ে ওঠে। ব্রুকিং ইন্ডিয়ার ফরেন পলিসি ফেলো ধ্রুব জয়শঙ্কর বলেন, ‘ভারতের জন্য রাশিয়া গুরুত্বপূর্ণ অংশীদার দেশ হলেও তাদের মধ্যে সম্পর্কের ভিত্তি অনেক দুর্বল।’ তিনি আরও বলেন, ‘দুই দেশে জনগণের মধ্যে যোগাযোগ সীমিত। খুব কম সংখ্যক ভারতীয় তরুণ রাশিয়ায় পড়ালেখা করতে যায়। তবে তথ্য প্রযুক্তি খাতে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে দুই দেশ তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। সাক্ষাতকালে এ দুই নেতা ভারতের দক্ষিণাঞ্চলে একটি পারমাণবিক কেন্দ্রে আরও চুল্লি সরবরাহের বিষয়ে মস্কোর সঙ্গে চুক্তির কাঠামো নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ভারত তাদের সামরিক হার্ডওয়্যারের জন্য এক সময় মস্কোর ওপর নির্ভরশীল থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে সোভিয়েত আমলের প্রতিরক্ষা সরঞ্জামাদির আধুনিকায়নে তারা ক্রমেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইসরাইলের দিকে ঝুঁকে পড়ে। আমদানি খরচ থেকে বাঁচতে মোদি এখন দেশেই অস্ত্র বানাতে চাচ্ছেন। যদিও ভারতে ক্যামোভ হ্যালিকপ্টার বানাতে একটি চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে রাশিয়া। পাকিস্তানের প্রতি রাশিয়ার সাম্প্রতিক ঝোঁক দিল্লির নজর এড়ায়নি। পাকিস্তানে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞা ২০১৪ সালে উঠিয়ে নিয়েছে রাশিয়া। এমনকি ইসলামাবাদের সঙ্গে যুদ্ধবিমান সরবরাহের বিষয়ে আলোচনাও হয়েছে।
×