ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাশিয়ার সঙ্গে জামাতার যোগাযোগের খবর অস্বীকার ট্রাম্পের

প্রকাশিত: ০৬:৫০, ৩০ মে ২০১৭

রাশিয়ার সঙ্গে জামাতার যোগাযোগের খবর অস্বীকার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রাশিয়ার সঙ্গে গোপনে যোগাযোগের চেষ্টা করেন বলে যে খবর প্রকাশিত হয়েছে ট্রাম্প এটিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের একের পর এক বিতর্কিত কর্মকা-ে হোয়াইট হাউসের অস্বস্তির মধ্যেই রাশিয়ার সঙ্গে কুশনারের গোপন যোগাযোগের চেষ্টার খবরে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। এ প্রেক্ষাপটে জনগণের উদ্বেগ কমাতে ট্রাম্প এমন মন্তব্য করলেন। খবর এএফপির। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফর থেকে শনিবার রাতে ওয়াশিংটনে ফিরে আসেন। এরপর জ্যারেড কুশনারকে জড়িয়ে প্রকাশিত বিস্ফোরক খবরসহ রাশিয়ার সঙ্গে তার উপদেষ্টাদের যোগাযোগ নিয়ে সৃষ্ট উদ্বেগ মোকাবেলায় তিনি জোরালো অবস্থান নেন। খবরে বলা হয়, ট্রাম্প রবিবার হোয়াইট হাউসে এ্যাটর্নিদের সঙ্গে বৈঠক করেন। রাশিয়ার গোয়েন্দা কাহিনীর সর্বশেষ ঘটনা নিয়ে তিনি সম্ভবত এ বৈঠক করেন। বিদেশ সফরকালে টুইট করা থেকে বিরত থাকলেও দেশে ফিরেই তিনি রবিবার আবারও টুইট করেন। সেই টুইটার বার্তায় ট্রম্প রাশিয়ার সঙ্গে তার জামাতার সম্পর্কের অভিযোগ নাকচ করে দেন এবং তিনি এটিকে ‘বানানো’ ও ‘মিথ্যা’ বলে অভিহিত করেন। ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট আংশিক চালু ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বিভ্রাট সোমবার তৃতীয় দিনের মতো অব্যাহত থাকে। বিদ্যুত সঙ্কট ও কম্পিউটার সিস্টেম ক্রাশ থেকে উদ্ভূত জটিলতা থেকে যাত্রী সাধারণ তৃতীয় দিন রেহাই পায়নি। হিথরো এয়ারপোর্টে সোমবারও যাত্রী সাধারণ আটকা থাকে। তবে গ্যাটউইক জানিয়েছে, সোমবারই তারা পুরো মাত্রায় বি এর যাত্রীদের পূর্ণ সেবা দিতে পারবে। বিবিসি ও গার্ডিয়ান। কম্পিউটার ক্রাশের ফলে সিডিউল বিপর্যয় ঘটায় ব্রিটিশ এয়ারওয়েজের যাত্রীরা সোমবার উপর্যুপরি তৃতীয় দিনের মতো হিথরো এয়ারপোর্টে আটকা থাকে। হিথরো ও গ্যাটউইক উভয় কর্তৃপক্ষই হলিডে ভ্রমণকারীদের সতর্ক করে দিয়ে বলেছে তারা যেন এয়ারলাইন চেক করেন। বি এ জানিয়েছে তারা আশা করছে, সোমবার গ্যাটউইক থেকে তারা পূর্ণ সিডিউল অনুসারে ফাইট চালু করতে পারবে। সিডিউল বিপর্যয়ের ফরে এয়ারপোর্টে আটকা পড়া যেসব যাত্রীর লাগেজ খোয়া গেছে তাদের হারানো জিনিস খুঁজে বের করতে সোমবার তাদের ব্যস্ত থাকতে হয়েছে।
×