ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্ষত সারাবে মাছের ত্বক

প্রকাশিত: ০৬:১৫, ৩০ মে ২০১৭

ক্ষত সারাবে মাছের ত্বক

ব্রাজিলের চিকিৎসকরা পুড়ে যাওয়া ত্বকের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে তেলাপিয়া মাছের ত্বক এর ব্যবহার শুরু করেছেন। সাধারণত পুড়ে যাওয়া ত্বকের জন্য শুকর ও মানুষের ত্বকের টিস্যু ব্যবহার করা হয়। যা রোগীর ত্বকের পুড়ে যাওয়া অংশে স্থানান্তর করা হয়। কিন্তু ব্রাজিলের ফোর্তালেজায় এই টিস্যুগুলো সহজে পাওয়া যায় না। এই অপ্রাপ্যতার জন্যই জোসে ফোরটা ইনস্টিটিউটের গবেষকরা তেলাপিয়া মাছের ত্বককে বিকল্প হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেন। তেলাপিয়ার ত্বক পুনস্থাপনে অন্যান্য ব্যবস্থা থেকে এটার খরচা প্রায় ৭৫ শতাংশ কম। আর এই ত্বক রেফ্রিজারেশনের মাধ্যমে প্রায় ২ বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। ইতিমধ্যে প্রায় ৫৬ জন মানুষ এই চিকিৎসা গ্রহণ করেছেন এবং সেখানেও আশাতীত ফল পাওয়া গেছে। -বিজনেস ইনসাইডার
×