স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ব্যাটারিচালিত রিক্সা চলাচলের দাবিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপির বাসভবন ঘেরাও করেছে অটোরিক্সা চালক এবং মালিকরা। শুক্রবার সকালে এমপির সদরের জমিদারপাড়াস্থ বাসভবন ঘেরাও করেন তারা। গত ২০ এপ্রিল জেলা প্রশাসন ও পৌরসভার নির্দেশে পৌর এলাকায় ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে ব্যাটারিচালিত রিক্সাচালক ও মালিকপক্ষ থেকে নানা কর্মসূচী পালন করছে। তার অংশ হিসেবে তারা তারা এমপির বাসভবন ঘেরাও করে অটোরিক্সা চলাচললের দাবি জানায়। পরে এ্যাডভোকেট মৃণাল কান্তির আশ্বাসে তারা ঘেরাও কর্মসূচী প্রত্যাহার করে নেয়।
এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস জানান, চালকরা আমাকে অবরুদ্ধ করেছে এটা ঠিক না। আমি এটা কখনওই মনে করি না। আমি নির্বাচিত জনপ্রতিনিধি। আমার কাছে তারা সমস্যার কথা নিয়ে আসতেই পারে, তাদের দাবীও রয়েছে। ব্যাটারিচালিত রিক্সা অবৈধ বলে বন্ধ করে দেয়া হয়েছে, ইজি বাইক অবৈধ, বালু টানার ট্রলি অবৈধ তারা নির্বিঘেœ চলাচল করছে। বিকল্প ব্যবস্থা ছাড়া এটা বন্ধ করে দেয়া ঠিক হয়নি। ব্যাটারিচালিত রিক্সাচালক মান্নান বেপারী জানান, আমাদের বিকল্প ব্যবস্থা না করে দিয়ে পৌর এলাকায় চলাচল করতে দেয়া হচ্ছে না। আমি কিস্তি দিয়ে রিক্সাটা কিনে পরিবার চালাচ্ছি, এখন যদি বন্ধ করে দেয়া হয় তাহলে পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে। আমরা আমাদের জনপ্রতিনিধির কাছে আমাদের দাবি নিয়ে এসেছি, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন।