ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিন সীমান্তের কাছে ভারতের দীর্ঘতম সেতু উদ্বোধন করলেন মোদী

প্রকাশিত: ১৯:২৩, ২৬ মে ২০১৭

চিন সীমান্তের কাছে ভারতের দীর্ঘতম সেতু উদ্বোধন করলেন মোদী

অনলাইন ডেস্ক ॥ দেশের দীর্ঘতম সেতুর উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।চিন সীমান্তের কাছে ব্রহ্মপুত্র নদের উপর ৯.১৫ কিমি দীর্ঘ এই সেতুর উদ্বোধনের ফলে অসম-অরুণাচলের মধ্যে যাতায়াত করতে ৫ ঘন্টা সময় কম লাগবে। সেতুতে থাকছে তিনটি লেন। শুক্রবার অসমের পূর্বতম প্রান্তের তিনসুকিয়া জেলায় এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে মোদী সরকারের তৃতীয় বর্ষপূর্তির উদযাপনও শুরু করল। শুধু অসম-অরুণাচলের মধ্যে যাতায়াতের সময় কমে যাওয়া নয়, প্রতিরক্ষার ক্ষেত্রেও এই সেতুর বিশেষ গুরুত্ব রয়েছে। এই সেতুর উপর দিয়ে ৬০ টন (প্রায় ৬০ হাজার কিলোগ্রাম) ওজনের ব্যাটল ট্যাঙ্কও চলাচল করতে পারবে। ঢোলা এবং সাদিয়া— ব্রহ্মপুত্রের দুই পাড়ের দুই অঞ্চল।এই দুই অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করল এই নয়া সেতু। সেতু তৈরির কাজ শুরু হয়েছিল ২০১১ সালে। কেন্দ্রে তখন ইউপিএ সরকার। সেতু তৈরিতে খরচ পড়েছে প্রায় ৯৫০ কোটি টাকা। সেতুটি এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে প্রয়োজন পড়লে এর উপর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিশাল ব্যাটল ট্যাঙ্কগুলি দ্রুত চিন সীমান্তের দিকে রওনা দিতে পারে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×