ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন পুলিশ আহত

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে বোমা রাসেল নিহত

প্রকাশিত: ০৫:৩১, ২০ মে ২০১৭

 লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে  বোমা রাসেল নিহত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৯ মে ॥ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লক্ষ্মীপুরে মোঃ রাসেল হোসেন ওরফে কালা রাসেল ওরফে বোমা রাসেল (২৮) নিহত হয়েছে। শুক্রবার ভোরে তিনটার দিকে সদর উপজেলার বিনোদপুর গ্রামে দত্তপাড়া চাটখিল সিমান্তবর্তী বিনিদিঘির পাড় এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এর আগে তার সঙ্গীসহ দু’জনকে অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়। নিহত রাসেল নোয়াখালী জেলার চাটখিল উপজেলাধীন চয়ানী টকবা গ্রামের আব্দুল করিমের ছেলে। রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে। চন্দ্রগঞ্জ থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাসেলের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত তিনটার দিকে সদর উপজেলার বিনোদপুরে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে তার সহযোগীদের গুলিতে রাসেল গুরুতর আহত হয়। পরে শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে সদর হাসপাতালে পাঠানোর পর তার মৃত্যু হয়। ঘটনার সময় তিন পুলিশ সদস্য আহত হয়। এরা হলোÑ এএসআই কিংসু জিং চাকমা, কং-৪৬৩ শামসুল হক ও হেমায়েত হোসেন। তাদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি এলজি ৫ রাউন্ড তাজা গুলিসহ ৭ রাউন্ড গুলি, দুটি রাম দা উদ্ধার করা হয়। নিহত রাসেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ ও সন্ত্রাসীসহ ২০টি মামলা রয়েছে।
×