ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে টার্ম-শীট অনুস্বাক্ষর

প্রকাশিত: ০৫:৪০, ১১ মে ২০১৭

ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে টার্ম-শীট অনুস্বাক্ষর

সম্প্রতি বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটির সভায় কক্সবাজার জেলার কুতুবদিয়ার গভীর সমুদ্রে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন ফিক্সড জেটি বেইজড ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য হংকং সাংহাই মানজালা পাওয়ার লিমিটেডের সঙ্গে টার্ম-শীট অনুস্বাক্ষরিত হয়। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পর প্রতিষ্ঠানটি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করবে এবং টার্মিনাল হাউস এগ্রিমেন্ট স্বাক্ষরের পর ২ (দুই) বছরের মধ্যে এলএনজি টার্মিনাল স্থাপনের কার্যক্রম সম্পন্ন করে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করবে মর্মে আশা করা যায়। উল্লেখ্য, গত ২৪ নবেম্বর এ বিষয়ে হংকং সাংহাই মানজালা পাওয়ার লিমিটেডের সঙ্গে পেট্রোবাংলার নন বাইন্ডিং এমওইউ স্বাক্ষরিত হয়েছিল। প্রকল্পটি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) কর্তৃক বাস্তবায়িত হবে। -বিজ্ঞপ্তি
×