ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাখালী ডিওএইচএস থেকে মার্সিডিজ বেঞ্জ জব্দ

প্রকাশিত: ০৮:০০, ৩ মে ২০১৭

মহাখালী ডিওএইচএস থেকে মার্সিডিজ বেঞ্জ জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালী ডিওএইচএস আবাসিক এলাকা থেকে বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী ডিওএইচএস এলাকার রোড নং-১৯ সি এর বাসা নং- ২৮৮ এর সামনে থেকে পার্ক করা অবস্থায় গাড়িটি জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে ওই বাড়ির মালিক এস কে আবু বাকের। তার ছেলে এরিক মোরশেদ গাড়ির মালিক। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ ১৪-৪৭২৭। বিআরটিএ’র সাথে যোগাযোগে জানা যায়, নম্বরটি ভুয়া। এ বিষয়ে এরিক মোরশেদকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি স্বীকার করেছেন, এটি তার গাড়ি। গাড়িটির মূল্য প্রায় দুই কোটি টাকা। আমদানির সময় শুল্ক ফাঁকি দেয়া হয়েছে কিনা- সেই বিষয়ে আরও অনুসন্ধান করে গাড়ির মালিককে গ্রেফতারের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
×