ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটুয়াখালীতে ফেন্সিডিলের সর্ব বৃহত চালান আটক

প্রকাশিত: ১৯:১২, ৩০ এপ্রিল ২০১৭

পটুয়াখালীতে ফেন্সিডিলের সর্ব বৃহত চালান আটক

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীতে ১হাজার ৮শ ১০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতা বুনিয়ায় মাদকের চালান পৌঁছে দিতে গেলে একটি প্রাইভেট কার ও মাদকসহ ঐ ব্যাবসায়ীকে আটক করা হয়। আটক কৃতের নাম মাইনুল ইসলাম লিংকন। গাড়ি নং ঢাকা মেট্রো-গ-১৪৬০৪৪। পটুয়াখালীতে এই প্রথম বারের মত মাদকের এত বড় চালান আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জি.এম. মাসুমের নেতৃত্বে একটি দল প্রইভেট কারটিকে ধাওয়া করে। পুলিশের অস্তিত্ব টের পেয়ে গাড়িটি পুলিশের দলটিকে চাপা দিতে গেলে পুলিশের মোটর সাইকেলের সাথে গাড়িটির সংঘর্ষ হয় এতে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। গাড়ির ভিতর থেকে ব্যাবসায়ী লিংকনসহ মাদকের চালান উদ্ধার ও জব্দ করে পুলিশ। পরে আসামীসহ উদ্ধারকৃত মাদক সদর থানায় নিয়ে আসা হয়। এ সময় ব্যাবহৃত গাড়িটিকেও জব্দ করে পুলিশ। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও দমন আইনে মামলার প্রস্তুতি চলছে। আসামী লিংকনের পিতার নাম এম মজিদ। তার গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার পাড় ডাকুয়া গ্রামে।
×