ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘর গোছালো চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা ও সাইফ স্পোর্টিং

প্রকাশিত: ০৫:২৬, ৩০ এপ্রিল ২০১৭

ঘর গোছালো চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা ও সাইফ স্পোর্টিং

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ। এই আসরে ভাল ফল করলেই একটা ক্লাবের নৈপুণ্যের মান যাচাই করা যায়। তবে প্রথমবারের মতো প্রিমিয়ার লীগে আত্মপ্রকাশ করা কোন ক্লাবের কাছ থেকে নিশ্চয়ই শিরোপা জয় আশা করা যায় না। কিন্তু সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড ব্যতিক্রম নজির স্থাপন করল। যে ক্লাবটির জন্মই হয়েছে বছর দুয়েক আগে, যারা পেশাদার লীগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে রানার্সআপ হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগে উঠে আসে, তারা কিনা প্রিমিয়ার লীগে অভিষেকেই চ্যাম্পিয়ন হতে চায়। এ যে উচ্চাভিলাসী স্বপ্ন। অভিষেকেই উচ্চাভিলাসী স্বপ্নপূরণ করতে চায় তারা। তারা হতে চায় দেশীয় ফুটবলের নতুন শক্তি। আবির্ভাব ঘটাতে যাচ্ছে সাইফ স্পোর্টিং। শনিবার বাফুফে ভবনে এসে দলবদলের আনুষ্ঠানিকতা সারলো তারা। সেই সঙ্গে দলবদল করেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। সাইফের মূল শক্তি অন্য জায়গায়। ঢাকা আবাহনীর ৫ ফুটবলারকে নিজেদের তাঁবুতে এনেছে তারা। এরা হলেন : শাকিল, হেমন্ত, জুয়েল রানা, তপু বর্মণ এবং আরিফুল ইসলাম। অধিনায়ক হিসেবে ঠিক করা হয়েছে শেখ রাসেল থেকে আসা বাংলাদেশী বংশোদ্ভূত ডেনমার্কের ফুটবলার জামাল ভুঁইয়াকে। এছাড়া বিদেশী ফুটবলারেও চমক নিয়ে হাজির হয়েছে ক্লাবটি। এবারই প্রথম কলম্বিয়া থেকে তারা এনেছে দুই ফুটবলার মিডফিল্ডার ডেইনার, ফরোয়ার্ড হেমবার। অন্য বিদেশী ফরোয়ার্ড ক্যামেরুনের আলভি। দলের অন্য ফুটবলাররা হলেন : রাসেল, রিমন, জিকো, ইব্রাহিম, সাজিদ, পাপ্পু, রহমত এবং সাইফুল। অপরদিকে গত বছর সবচেয়ে বড় বাজেটের দল এবং পেশাদার লীগের রানার্সআপ চট্টগ্রাম আবাহনী এবার দলবদল করেছে অনাড়ম্বরভাবে। তাদের খেলোয়াড়রা হলেন ঃ রানা, মনসুর, ফয়সাল, মুফতালাউয়াল, জাহিদ, কৌশিক, মামুনুল, সোহেল, কৃষ্ণ, রাব্বি, চৌমরিন, সোহান, জাফর, আব্দুল্লাহ, রঘু, নেহাল, আরিফ, সবুজ, পিন্টু, জনি, সুশান্ত, রনি, এলিসন, শফি, রাকিন, ওলাদিপু, হান্নান এবং রাসেল। মুক্তিযোদ্ধাও গড়েছে মাঝারি মানের দল। তাদের স্কোয়াড ঃ লালু, উত্তম বড়ুয়া, আজাদ, দিপু, সাইদুল, মহাদেব, সৈকত ভৌমিক (১), সৈকত (২), সৈকত (৩), নাহিদ, মনির, রানা, শ্যামল, বিপুল, রাসেল, দিদার, অনিক, মালেক, শিহাব, কায়েস, শামিম, রোহিত, ছোটন, তৌহিদ, ফয়েজ, আলমগীর, রুবেল, আব্বাস, কলিন্স, ইসলাম এবং মতি। মুক্তিযোদ্ধার সহ-সভাপতি মাহবুবুল হক চিশতী বলেন, ‘আমরা আসলে বিগ বাজেটের দল গড়তে পারিনি। কারণ আমাদের স্পন্সর নেই। তাই বলে কোন খেলোয়াড়দের পেমেন্ট আটকে থাকবে না। অর্থের দিক থেকে আমরা দুর্বল হলেও আমাদের আত্মবিশ্বাস আছে ছেলেরা মাঠে ভাল করবে। আমরা পয়েন্ট টেবিলে পাঁচের মধ্যে থাকতে চাই।’
×