ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চবি শিক্ষক সমিতি নির্বাচনে হলুদ দলের পূর্ণ প্যানেলে জয়

প্রকাশিত: ০৮:২০, ২৭ এপ্রিল ২০১৭

চবি শিক্ষক সমিতি নির্বাচনে হলুদ দলের পূর্ণ প্যানেলে জয়

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের হলুদ দল পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। বুধবারের এ নির্বাচনে মোট ১১টি পদের প্রত্যেকটিতেই জয় পেয়েছে বাঙালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষকের হলুদ দলের প্রার্থীরা। শিক্ষক সমিতির এ নির্বাচনে আগামী এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. মিহির কুমার রায়। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন। এছাড়া সহসভাপতি পদে প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, কোষাধ্যক্ষ পদে আব্দুল হক এবং যুগ্ম সম্পাদক পদে মাধব চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন। এছাড়া ছয়টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন ড. মোঃ কামরুল ইসলাম, প্রফেসর এস এম সালামত উল্ল্যাহ ভূঁইয়া, শায়লা শারমিন, আরিফুল ইসলাম, মোঃ বখতেয়ার উদ্দিন ও মোঃ ইফতেখার আরিফ। বুধবার সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাত সাড়ে সাতটার দিকে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোহাম্মদ মহিউদ্দিন ফল ঘোষণা করেন।
×