ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনন্য উচ্চতায় পরীমণি রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: ০৭:১১, ২৭ এপ্রিল ২০১৭

অনন্য উচ্চতায় পরীমণি রুহুল আমিন ভূঁইয়া

ঢাকাই চলচ্চিত্রের নজরকাড়া গ্ল্যামারকন্যা পরীমণি। ২০১৫ সালে শাহ আলম ম-ল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ শিরোনামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এ লাস্যময়ী নায়িকা পরীমণি। এরপর অল্প সময়ে সর্বাধিক সংখ্যক সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। এ পর্যন্ত পরী অভিনীত ১১টি সিনেমা মুক্তি পেয়েছে। এবার ‘আপন মানুষ’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন পরী। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। সিনেমাটি নির্মাণ করেছেন শাহ আলম ম-ল। ছবিটি মুক্তির পর সিনেমা হলে গিয়ে তা দেখার ইচ্ছে আছে এ অভিনেত্রীর। পরীমণি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘কত স্বপ্ন কত আশা’। ছবি পরিচালনা করেছেন ওয়াকিল আহমেদ। সে ছবিতে ছাড়াও বর্তমানে পরী অভিনীত বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায়। মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’, গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’, শওকাতের ‘নদীর বুকে চাঁদ’, অপূর্ব রানার ‘ইনোসেন্ট লাভ’, জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনাবন্ধু’সহ প্রায় একডজন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরী। এ ছবিগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে পরীকে। বিশেষ করে ‘স্বপ্নজাল’ ও ‘অন্তর জ্বালা’ ছবি দুটি নিয়ে তিনি বেশ আশাবাদী। তার ভাষ্য, মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ আমার শিল্পী বা অভিনয় জীবনের জন্য আলাদা একটা অংশ। শুধু গ্ল্যামার হিসেবে না, নায়িকার বাইরেও দর্শক যে এ্যাক্টিং দেখতে চান সেটা আমি এছবিতে হয়তো করতে পেরেছি। ‘অন্তর জ্বালা’ ও ‘স্বপ্নজাল’ আমার কাছে বিশেষ দুটি ছবি। যা আমাকে অন্য দশটা ছবি থেকে আলাদাভাবে অভিনেত্রী হিসেবে পরিচয় করিয়ে দেবে। এছাড়া অন্য ছবিগুলো নিয়েও আমি আশাবাদী। পরী অভিনীত বেশকিছু ছবি মুক্তি পেলেও ‘মহুয়া সুন্দরী’, ‘পুড়ে যায় মন’, ‘ভালোবাসা সীমাহীন’, ‘আরও ভালোবাসবো তোমায়’, ‘রক্ত’ কিংবা ‘কতস্বপ্ন কত আশা’ ছবিগুলোতে তার অনবদ্য অভিনয় দর্শক বেশি পছন্দ করেছেন। ‘সূর্য কি হয় কিরণ ছাড়া’ এিভুজ প্রেমের গল্প! একটি গল্প নিয়ে এগিয়ে যায় ছবির কাহিনী। শুক্রবারে মুক্তি পেতে যাওয়া ‘আপন মানুষ’ ছবিটি নিয়ে আনন্দকণ্ঠকে তিনি বলেন, ছবিটির কাহিনীতে দেখা যাবে, সবার সঙ্গেই আমার খুব ভাল সম্পর্ক। তবে নানা জটিলতায় ছবির কাহিনী বাঁক নেবে। এটা ভেবে ভাল লাগছে, আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে। অনেকদিন আগে এ ছবির কাজ শেষ করলেও এবার তা প্রেক্ষাগৃহে আসছে। এটি নিয়ে এখন বেশি কথা বলতে চাই না। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক জানবেন কে আমার আপন মানুষ। আমার বিশ্বাস, এ ছবিটি দর্শক পছন্দ করবেন। আলমগীর হোসেন প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন, সুচরিতা, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখ।’ ছবিটি নিয়ে প্রত্যাশা কেমন? জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি, এ ছবি নিয়ে প্রত্যাশা একটু ভিন্নমাত্রায়। সব মিলিয়ে ভাল ফল আশা করছি। বাকিটা দর্শকরাই বিচার করবেন’। দর্শক কেন দেখবে এ ছবিটি? এ প্রসঙ্গে তিনি আনন্দকন্ঠকে বলেন, ‘প্রেম, ভালবাসার মৌলিক গল্পের ছবি এটি। সব মিলিয়ে পরিবার নিয়ে দেখার মতো একটি চলচ্চিত্র। এ কারণেই বলছি দর্শকদের চলচ্চিত্রটি দেখা উচিত। অন্যদিকে সামনের দিন গুলোয় পশ্চিমবঙ্গের এল হাসান পরিচালিত ‘ভালোবাসা গুনাহ হ্যায়’ নামের একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন পরীমণি ও রোশান। এ সিনেমার একটি আইটেম গানে নাচবেন বলিউড তারকা সানি লিওন। রোশানের মায়ের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী। এছাড়া দেশে মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, শামীমুল ইসলাম শামীমের ‘চাঁদনী’, শাহ আলম মণ্ডলের ‘দম’, ওয়াকিল আহমেদের ‘বউ’সহ নতুন বেশ কিছু ছবিতে কাজ করবেন পরী। ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে? ভবিষ্যত চিন্তাভাবনা সব চলচ্চিত্র ঘিরেই। একজন ভাল অভিনেত্রী হতে চাই। দর্শকদের মনে আজীবন বেঁচে থাকতে চাই।
×