ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজেপিকে ঠেকানোর ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত: ১৮:০১, ২৬ এপ্রিল ২০১৭

বিজেপিকে ঠেকানোর ডাক দিলেন মুখ্যমন্ত্রী  মমতা

অনলাইন ডেস্ক ॥ কোচবিহারের রাসমেলা ময়দানের সভা থেকে বিজেপিকে ঠেকানোর ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ ভুলেও বিজেপিতে যোগ দেবেন না। বিজেপি হিন্দু ধর্মের নাম করে হিন্দুত্বকে বদনাম করছে। বিজেপির ভেদাভেদের হিন্দুত্ব মানি না। আমি সব হিন্দু ধর্মকে সম্মান করি। ’ মমতা বলেন, ‘এখন তো গরুরও আধার কার্ড চাই! কিছুদিন পরে বলবে মাছেরও আধার কার্ড চাই। যে শিশুরা মায়ের বুকের দুধ খায়, করে তাদেরও আধার কার্ড লাগবে নাকি? দিল্লিতে বিজেপি ক্ষমতায় রয়েছে বলে তারা টাকার জোর দেখাচ্ছে। ’ মঙ্গলবার রাসমেলা ময়দানের সভা থেকেই মুখ্যমন্ত্রী কোচবিহারের চকচকায় ক্ষুদ্রশিল্প গড়ে তোলার কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমি যা বলি সেটাই করে দেখাই। বাংলা পথ দেখায় দিল্লিকে। বিজেপির কয়েকটা এসে উড়ে বসেছে। ’ অন্যদিকে তিনদিনের রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। অমিত শাহকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোজনরসিক বাবুদের বড় বড় কথা। বিজেপি দাঙ্গার রাজনীতি করে। ধর্ম মানে মানবিকতা, কিন্তু বিজেপির কাছে ধর্ম মানে হানাহানি, দাঙ্গা, মানুষের মধ্যে ভেদাভেদ। ’ তিস্তা চুক্তি নিয়েও এদিন নিজের অবস্থান স্পষ্ট করেন মমতা। সংবাদমাধ্যমের একাংশে প্রচারিত হয়েছিল, তিস্তার পানি দিতে নারাজ তিনি। সভাস্থল থেকে মমতা জানান, তাঁর কথাকে ভুলভাবে প্রচারিত করা হয়েছে। পানি দিতে তিনি নারাজ নন। কিন্তু তিস্তার পানি দিলে রাজ্য সমস্যায় পড়বে। অন্য যে কোনো নদী থেকে বাংলাদেশকে পানি দেয়ার বিকল্প প্রস্তাবের কথা বলা হয়েছিল। সূত্র: আজকাল
×