ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হেফাজতের সাথে কওমী মাদ্রাসার কোন মিল নেই

প্রকাশিত: ২১:৫২, ২৩ এপ্রিল ২০১৭

হেফাজতের সাথে কওমী মাদ্রাসার কোন মিল নেই

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ হেফাজতের সাথে কওমী মাদ্রাসার কোন মিল নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি রবিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতীর নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, কওমী মাদ্রাসার স্বীকৃতির সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই। কওমী মাদ্রাসা এক জিনিস, তার স্বীকৃতি দেওয়া এক জিনিস আর জঙ্গিবাদ এক জিনিস। কওমী মাদ্রাসার স্বীকৃতির দাবি অনেক পুরনো বিষয় ছিল। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। আজ তারা একত্রে আসতে পেরেছেন বলেই প্রধানমন্ত্রী ওই স্বীকৃতি দিয়েছেন। এটি প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন বলে উল্লেখ করে তিনি বলেন, কওমী মাদ্রাসায় লাখ লাখ ছাত্র শিক্ষা গ্রহণ করছে। ভবিষ্যতে ছাত্ররা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দ্বীনের কাজ করতে পারে সে জন্যই এটার প্রয়োজন ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরে ঝিনাইগাতী থানার নবনির্মিত ৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ২০ হাজার বর্গফুট আয়তনের ৪ তলাবিশিষ্ট ভবনের ফিতা কেটে আনুষ্ঠানিক করেন। ওই সময় স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, প্রশাসন ও কমিউনিটি পুলিশের কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মন্ত্রী এর আগে সকাল ১১ টার দিকে ঝিনাইগাতী আসার পূর্বে শেরপুর শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় দলীয় নেতা, মুক্তিযোদ্ধা, আইনজীবী ও সাংবাদিকসহ সুধীজনদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। ওই সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
×