ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনী জনগণের স্বাধিকার আন্দোলনে পাশে থাকবে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৪, ২২ এপ্রিল ২০১৭

ফিলিস্তিনী জনগণের স্বাধিকার আন্দোলনে পাশে থাকবে বাংলাদেশ

কূটনৈতিক রিপোর্টার ॥ ফিলিস্তিনী জনগণের স্বাধিকার আন্দোলনে পাশে থাকবে বাংলাদেশ। দেশটির প্রতি অকুণ্ঠ সমর্থক হিসেবে সর্বদাই বাংলাদেশ অনড় অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্কের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘প্যালেস্টাইন প্রশ্নসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি’ শীর্ষক এক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ কথা বলেন। শুক্রবার নিউইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চলতি এপ্রিল মাসের সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোমেন বলেন, এ বছরের জানুয়ারি মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাংলাদেশ সফর করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের প্রেসিডেন্টকে জানান, বাংলাদেশ সরকার ও জনগণ সবসময়ই পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন, কার্যকর ফিলিস্তিনী রাষ্ট্র গঠন, ফিলিস্তিনী জনগণের স্বদেশে প্রত্যাবর্তনের অধিকার এবং মৌলিক মানবাধিকারের প্রশ্নে অবিচল রয়েছে। বৈচিত্র্যময় বিক্ষোভ ভেনিজুয়েলায প্রেসিডেন্ট মাদুরো বিরোধী বিক্ষোভ এখন তুঙ্গে। বৃহস্পতিবার দেশটির রাজধানী কারাকাসের এক বিক্ষোভে এক ব্যক্তিকে বোতল মুখে দিয়ে অংশ নিতে দেখা যায়। সেখানে এরই মধ্যে অনেক লোক হতাহত হয়েছেন। -এএফপি গরম থেকে বাঁচতে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের নেহেরু জিওলজিক্যাল পার্কে গরম থেকে রক্ষা করতে এই বাঘটির গায়ে শুক্রবার এক পশু পরিচর্যাকারী পাইপ দিয়ে পানি ছিটান। বর্তমানে ওই রাজ্যে তীব্র তাপপ্রবাহ চলছে। -এএফপি
×