ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখে ‘অজ্ঞাতনামা’

প্রকাশিত: ০৪:০৯, ১৩ এপ্রিল ২০১৭

পহেলা বৈশাখে ‘অজ্ঞাতনামা’

সংস্কৃতি ডেস্ক ॥ স্যাটেলাইট চ্যানেল চ্যানেল আইয়ে আগামীকাল বেলা ২-৩০ মিনিটে প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা তৌকীর আহমেদ। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহিদ্দুজামান সেলিম, মোশাররফ করিম, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, নিপুণ আক্তার, রোবেনা রেজা জুঁই, শাহেদ আলী, শাহেদ শরীফ খান, জিয়াউল হাসান কিসলু, মোমেনা চৌধুরী, পারভীন কণা, নাজমুল হুদা বাচ্চু, রণজিৎ চক্রবর্তী, রাম মিত্র হিমেল, সুজাত শিমুল, ইকবাল বাবু, নূরে আলম নয়ন, কাজী উজ্জ্বল নিয়াজ মোহাম্মদ তারিক, ইকবাল, প্রণব ঘোষ, ঝুমা, পারভেজ, আপন প্রমুখ। ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের প্রধান সহকারী পরিচালক ইমরান খান মুন্না, সহকারী পরিচালক অভিষেক অনীক, রহিমুদ্দিন রনি, আরাফাত রহমান, চিত্রগ্রহণ এনামুল হক সোহেল, সম্পাদনা অমিত দেবনাথ, গীতিকার তৌকীর আহমেদ, সুর ও সঙ্গীত পিন্টু ঘোষ, আবহ সঙ্গীত রোকন ইমন, শিল্প নির্দেশনা কাজী রাকিব, রূপসজ্জা ফারুক আহমেদ পোশাক পরিকল্পনা মৌসুমি। ‘অজ্ঞাতনামা’ একটি আইডেনটিটি ক্রাইসিসের গল্প।
×