ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকাতেই গড়ে উঠেছে চুন কারখানা

প্রকাশিত: ০৫:৪৯, ৮ এপ্রিল ২০১৭

সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকাতেই গড়ে উঠেছে চুন কারখানা

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবেশ অধিদফতরের নিয়মনীতিকে তোয়াক্কা না করে আবাসিক এলাকাতেই গড়ে উঠেছে অনেক চুন কারখানা। যা থেকে নির্গত বিষাক্ত গ্যাস এবং কালো ধোঁয়া পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত কারখানাগুলো অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আর পরস্পরের ওপর দায় ভার চাপিয়ে বাঁচতে চাইলেন কারখানা মালিক এবং পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা। আবাসিক এলাকায় কোন কলকারখানা থাকতে পারবে না এটা পরিবেশ অধিদফতরের নিয়ম। কিন্তু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হীরাঝিল, সি আই খোলা, ওয়াপদা কলোনি, পাইনাদি, আটিগ্রামসহ আশপাশের আবাসিক এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য চুন কারখানা। সিটি কর্পোরেশনের ঠিক চোখের নিচে লক্ষাধিক মানুষের এই আবাসিক এলাকাগুলোতে পরিবেশ অধিদফতরের সব নিয়মকে উপেক্ষা করে দিনের পর দিন উৎপাদন হচ্ছে চুন। এতে প্রতিনিয়ত চুল্লিথেকে নির্গত বিষাক্ত গ্যাস, পাউডার এবং কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ।
×