ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফরিদপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৫, ৮ এপ্রিল ২০১৭

ফরিদপুরে ভুল  চিকিৎসায়  প্রসূতির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৭ এপ্রিল ॥ জেলার আলফাডাঙ্গায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে। তবে সুস্থ আছে নবজাতক। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের হাসপাতাল রোডে পপুলার প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে। মৃত প্রসূতি ময়না বেগম (৩৮) আলফাডাঙ্গা সদর ইউনিয়নের জাঠী গ্রামের আহাদ মিয়ার স্ত্রী। মৃতের পরিবার সূত্রে জানা যায়, ওই প্রসূতিকে অস্ত্রোপচারের জন্য বৃহস্পতিবার ওই ক্লিনিকে আনা হয়। দুপুর ১টার দিকে চিকিৎসক কামাল হোসেন অস্ত্রোপচার করেন। প্রসূতি একটি ছেলে শিশুর জন্ম দেয়। কিন্তু এরপর ওই প্রসূতি অসুস্থ হয়ে পড়লে নবজাতকসহ প্রসূতিকে একটি এ্যাম্বুলেন্সে করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। কর্তব্যরত চিকিসক ওই প্রসূতিকে মৃত বলে ঘোষণা করেন। ময়না বেগমের স্বামী আহাদ মিয়া বলেন, তার স্ত্রীর সিজার অপারেশনে অবহেলা এবং ভুল চিকিৎসায় সে মারা গেছে। এ অবস্থায় তড়িঘড়ি করে রোগীর নাকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। আসলে আমার স্ত্রী ওই ক্লিনিকেই মারা গেছেন। ওই ক্লিনিকের চিকিৎসক কামাল হোসেনকে ফোন করা হলে তিনি পরিচয় পেয়ে বলেন, আমি অপারেশন থিয়েটারের ভিতর আছি। এই অবস্থায় কথা বলতে পারছি না। আপনি মাগরিবের পরে ফোন করেন। ওই ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক বায়জিদ মোল্লা বলেন, কোন রোগীকেই চিকিৎসক মারতে চান না। ওই প্রসূতির শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। কিন্তু রোগীর স্বজনরা তা আমাদের জানায়নি। অস্ত্রোপচারের পর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মৃত্যু হয়েছে ময়না বেগমের।
×