ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নৌ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জাতীয় কমিটির

প্রকাশিত: ০৫:১৫, ৪ এপ্রিল ২০১৭

নৌ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জাতীয় কমিটির

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের সন্দ্বীপসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী নৌযান ডুবির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সারাদেশে নৌ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। সোমবার এক বিবৃতিতে সংগঠনের উপদেষ্টা মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে সরকারসহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, ঝড় ও কালবৈশাখীর মতো প্রাকৃতিক দুর্যোগ শুরু হলেও যাত্রীবাহী নৌযান চলাচলের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকার কারণে সম্প্রতি প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে। এর মধ্যে রয়েছে- রবিবার সন্ধ্যায় কুমিরা (গুপ্তছড়া)-সন্দ্বীপ নৌপথের সন্দ্বীপ ঘাটের কাছে লালবোট (এক ধরনের বিশেষ নৌকা) ডুবিতে ৪ জনের মৃত্যু ও ১০-১২ জন নিখোঁজ, একইদিন বিকেলে কক্সবাজার-মহেশখালী নৌপথের মহেশখালী চ্যানেলের প্যারাবনের কাছে স্পিডবোট ডুবিতে এক নারী নিখোঁজ, ৩০ মার্চ বিকেলে ঢাকা (রামপুরা)-চাঁদপুর নৌপথের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১৬ এবং ২৮ মার্চ সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ট্রলারডুবিতে ১৮ জন নিহত ও একজন নিখোঁজ। জাতীয় কমিটির নেতৃবৃন্দ এই উল্লেখযোগ্যসংখ্যক মানুষের অকাল মৃত্যুর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বহীনতা ও নৌযান চালকদের খামখেয়ালিপনাকে দায়ী করেন। বিবৃতিদাতারা নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তুপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া বিবৃতিতে নিহত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং দুর্ঘটনা এড়াতে সারা দেশে নৌ চলাচল ব্যবস্থার ওপর কঠোর নজরদারির জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানান। মায়ের স্নেহ জার্মানির পূর্বাঞ্চল লিপজিগে চিড়িয়াখানায় ওরাংওটাং প্রজাতির একটি উল্লুক সোমবার তার সদ্যোজাত বাচ্চাকে দুই হাত দিয়ে বুকের মাঝে আঁকড়ে রেখেছে। বাচ্চাটি গত ২৫ মার্চ চিড়িয়াখানায় জন্ম নেয়। ওরাংওটাং প্রজাতির উল্লুক ইন্দোনেশিয়ার বনাঞ্চলে দেখা যায়। এরা ৩০ বছরের বেশি বাঁচে। এএফপি পাখা মেলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উপকণ্ঠে রাস আল-খুর বন্যপ্রাণী অভয়ারণ্যে পিঙ্ক ফ্ল্যামিঙ্গো পাখিরা মনের আনন্দে পাখা মেলে উড়ছে। এদের গলা ও পা হয় দীর্ঘ। গায়ের রং সাদা ও গোলাপীর মিশ্রণ। মরুর বুকে কৃত্রিম এ অভয়ারণ্যের প্রতি আকৃষ্ট হয়ে পর্যটকরা ছুটে যায় সেখানে। এএফপি
×